শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির দায়ে পদত্যাগ করলেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট

মাহাদী আহমেদ : সুপার মার্কেটে চুরির দায়ে পদত্যাগ করেছেন স্পেনের রাজধানী মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ক্রিস্টিনা সিফুয়েন্টেস। ২০১১ সালে একটি সুপার মার্কেট থেকে পণ্য চুরির একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন তিনি। চুরির ঘটনাস্থলের গোপন নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় যে, তিনি সুপার মার্কেটটির একজন নিরাপত্তা রক্ষীর কাছে বিভিন্ন পণ্য হস্তান্তর করছেন।

পরবর্তীতে জানা গেছে যে, হস্তান্তরিত পণ্যগুলো ছিলো দু’টি ‘এন্টি এজিং ক্রিম (মুখমন্ডল থেকে বয়সের ভাব দূর করার ক্রিম)’ যার মূল্য ছিলো ৫০ ডলার। এর আগে গত সপ্তাহে ৫৩ বছর বয়স্কা ক্রিস্টিনা সিফুয়েন্টেসে’র বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মাস্টার্স ডিগ্রি অর্জনের অভিযোগ উঠেছিলো। অভিযোগে দাবি করা হয়েছিলো যে, তার সনদ পত্রে দেয়া দু’টি স্বাক্ষরই জাল।
এ অভিযোগের প্রেক্ষিতে তিনি তার ডিগ্রি বাতিল করেছিলেন।

সনদ পত্র জালিয়াতির অভিযোগে স্পেনের ক্ষমতাসীন পিপি পার্টি’র (পার্টিদো পপুলার বা পিপলস্ পার্টি) শক্তিশালী ও বিশিষ্ট্য এ নেত্রী বিরোধীদল কর্তৃক পদত্যাগের চাপে ছিলেন।  বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি আগামী সপ্তাহে তার পদত্যাগের ঘোষণা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সুপার মার্কেটের পণ্য চুরির ঘটনায় তিনি তা এখনই করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ক্রিস্টিনা সিফুয়েন্টেসে’র এ পদত্যাগের ঘটনাটি দুর্নীতির অভিযোগের স্বীকার ক্ষমতাসীন পিপি দলের প্রধান স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো র‌্যাজয়ে’র জন্য বেশ বড় একটি ধাক্কা হয়ে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সিফুয়েন্টেসে’র এ পদত্যাগের ফলে তার দলের ওপর দেশের জনগণের আস্থা হ্রাস পাবে এবং মাদ্রিদ বিরোধী বামপন্থী দল পদেমস পার্টির নিয়ন্ত্রণে চলে আসতে পারে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়