শিরোনাম
◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির দায়ে পদত্যাগ করলেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট

মাহাদী আহমেদ : সুপার মার্কেটে চুরির দায়ে পদত্যাগ করেছেন স্পেনের রাজধানী মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ক্রিস্টিনা সিফুয়েন্টেস। ২০১১ সালে একটি সুপার মার্কেট থেকে পণ্য চুরির একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন তিনি। চুরির ঘটনাস্থলের গোপন নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় যে, তিনি সুপার মার্কেটটির একজন নিরাপত্তা রক্ষীর কাছে বিভিন্ন পণ্য হস্তান্তর করছেন।

পরবর্তীতে জানা গেছে যে, হস্তান্তরিত পণ্যগুলো ছিলো দু’টি ‘এন্টি এজিং ক্রিম (মুখমন্ডল থেকে বয়সের ভাব দূর করার ক্রিম)’ যার মূল্য ছিলো ৫০ ডলার। এর আগে গত সপ্তাহে ৫৩ বছর বয়স্কা ক্রিস্টিনা সিফুয়েন্টেসে’র বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মাস্টার্স ডিগ্রি অর্জনের অভিযোগ উঠেছিলো। অভিযোগে দাবি করা হয়েছিলো যে, তার সনদ পত্রে দেয়া দু’টি স্বাক্ষরই জাল।
এ অভিযোগের প্রেক্ষিতে তিনি তার ডিগ্রি বাতিল করেছিলেন।

সনদ পত্র জালিয়াতির অভিযোগে স্পেনের ক্ষমতাসীন পিপি পার্টি’র (পার্টিদো পপুলার বা পিপলস্ পার্টি) শক্তিশালী ও বিশিষ্ট্য এ নেত্রী বিরোধীদল কর্তৃক পদত্যাগের চাপে ছিলেন।  বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি আগামী সপ্তাহে তার পদত্যাগের ঘোষণা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সুপার মার্কেটের পণ্য চুরির ঘটনায় তিনি তা এখনই করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ক্রিস্টিনা সিফুয়েন্টেসে’র এ পদত্যাগের ঘটনাটি দুর্নীতির অভিযোগের স্বীকার ক্ষমতাসীন পিপি দলের প্রধান স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো র‌্যাজয়ে’র জন্য বেশ বড় একটি ধাক্কা হয়ে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সিফুয়েন্টেসে’র এ পদত্যাগের ফলে তার দলের ওপর দেশের জনগণের আস্থা হ্রাস পাবে এবং মাদ্রিদ বিরোধী বামপন্থী দল পদেমস পার্টির নিয়ন্ত্রণে চলে আসতে পারে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়