শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির দায়ে পদত্যাগ করলেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট

মাহাদী আহমেদ : সুপার মার্কেটে চুরির দায়ে পদত্যাগ করেছেন স্পেনের রাজধানী মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ক্রিস্টিনা সিফুয়েন্টেস। ২০১১ সালে একটি সুপার মার্কেট থেকে পণ্য চুরির একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন তিনি। চুরির ঘটনাস্থলের গোপন নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় যে, তিনি সুপার মার্কেটটির একজন নিরাপত্তা রক্ষীর কাছে বিভিন্ন পণ্য হস্তান্তর করছেন।

পরবর্তীতে জানা গেছে যে, হস্তান্তরিত পণ্যগুলো ছিলো দু’টি ‘এন্টি এজিং ক্রিম (মুখমন্ডল থেকে বয়সের ভাব দূর করার ক্রিম)’ যার মূল্য ছিলো ৫০ ডলার। এর আগে গত সপ্তাহে ৫৩ বছর বয়স্কা ক্রিস্টিনা সিফুয়েন্টেসে’র বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মাস্টার্স ডিগ্রি অর্জনের অভিযোগ উঠেছিলো। অভিযোগে দাবি করা হয়েছিলো যে, তার সনদ পত্রে দেয়া দু’টি স্বাক্ষরই জাল।
এ অভিযোগের প্রেক্ষিতে তিনি তার ডিগ্রি বাতিল করেছিলেন।

সনদ পত্র জালিয়াতির অভিযোগে স্পেনের ক্ষমতাসীন পিপি পার্টি’র (পার্টিদো পপুলার বা পিপলস্ পার্টি) শক্তিশালী ও বিশিষ্ট্য এ নেত্রী বিরোধীদল কর্তৃক পদত্যাগের চাপে ছিলেন।  বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি আগামী সপ্তাহে তার পদত্যাগের ঘোষণা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সুপার মার্কেটের পণ্য চুরির ঘটনায় তিনি তা এখনই করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ক্রিস্টিনা সিফুয়েন্টেসে’র এ পদত্যাগের ঘটনাটি দুর্নীতির অভিযোগের স্বীকার ক্ষমতাসীন পিপি দলের প্রধান স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো র‌্যাজয়ে’র জন্য বেশ বড় একটি ধাক্কা হয়ে এসেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সিফুয়েন্টেসে’র এ পদত্যাগের ফলে তার দলের ওপর দেশের জনগণের আস্থা হ্রাস পাবে এবং মাদ্রিদ বিরোধী বামপন্থী দল পদেমস পার্টির নিয়ন্ত্রণে চলে আসতে পারে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়