শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের রাজপথে মশারি মিছিল

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: মশার যন্ত্রণায় অস্থির সিলেটবাসী। দিন দিন যেনো মহানগরীতে এর উৎপাত বাড়ছে। কোন অবস্থাতেই নিয়ন্ত্রণ হচ্ছেনা। সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমও অনেকটা দায়সারা ধরণের বলে অভিযোগ সচেতন নগরবাসীর। এ কারণে জনজীবনে যেমন বিরুপ প্রভাব পড়ছে, তেমনি বাড়ছে মশাবাহিত রোগ-জীবণু।

মশামুক্ত সিলেট নগরী গড়ে তোলার দাবিতে বুধবার সিলেট নগরীতে অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা। রাজপথে তারা মশারি টানিয়ে প্রতিকী শোভাযাত্রা করেছেন। দাবি জানিয়েছেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই যেনো সিলেটকে মশকমুক্ত নগরী ঘোষণা করা হয়।

নইলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।'রাতে ঘুমাতে পারিনা, মশার জ্বালায় বাঁচিনা’ ‘অ্যাকশান অ্যাকশান, মশার বিরুদ্ধে অ্যাকশান’ ‘মশামুক্ত সিলেট চাই’ ইত্যাদি শ্লোগান সহকারে ৩/৪টি মশারি টানিয়ে সকাল সোয়া ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি বের হয়।

এরপর জিন্দাবাজার কোর্টপয়েন্ট অতিক্রম করে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা চলাকালে বক্তারা বলেছেন, সিলেটে দিন দিন মশার উৎপাত বাড়ছে। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম অনেকটা লোক দেখানো। যেসব স্থানে মশা জন্মে, সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে নিয়মিত ঔষধ স্প্রে করা হয়না। আর যেসব ঔষধ ছিটানো হয় তা মোটেও মানসম্মত নয়।

এতে করে মশা নিধনতো হচ্ছেইনা উল্টো দিন দিন এর উৎপাত বাড়ছে। বাড়ছে ম্যালেরিয়াসহ আরও নানা ধরণের মশাবাহিত রোগ’।এসব কারণে তারা সিলেটের সচেতন মানুষজনকে নিয়ে রাজপথে নেমে এসেছেন। তারা মেয়রের কাছে আগামী দু’সপ্তাহের মধ্যে মশা মুক্ত সিলেট নগরী ঘোষণার দাবি জানান। অন্যতায় ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি নিয়ে সিলেটবাসী রাজপথে নেমে আসবেন বলেও হমকি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়