প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইম ম্যাগাজিনে জায়গা করে নেওয়ায় আমি মনে করি, এটা আমাদের দেশের জন্য ও জাতির জন্য গর্বের বিষয়। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমাদের দেশের সফল রাষ্ট্রনায়ক তিনি। দক্ষতায়, সততায় এবং মানবতায় মাননীয় প্রধানমন্ত্রী এক অনন্য উচ্চতায় ইতিমধ্যে পৌঁছে গেছেন। তার এই বিষয়গুলো বিশ্ব স্বীকৃতি দিয়েছে। তাকে তার দক্ষতার ও পরিশ্রমের ফল হিসেবে তার যোগ্যতার মূল্যায়ন করে তাকে টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা দিয়েছে। যারা এ বিষয়ে নিন্দা করে নিন্দুকেরাও তো জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, যোগ্যতা, সততা ও অভিজ্ঞতা সম্পর্কে।
বাংলাদেশের মানুষ জানে যে, শেখ হাসিনার দক্ষতা, সক্ষমতা, যোগ্যতা , উদারতা, তার প্রতিভা কতটুকু আছে। আমরা যেভাবে চিন্তা করছি বিশ্ববাসীও সেভাবে চিন্তা করছে, আমাদের ‘মানবতার মা’ কে নিয়ে। বিশ্ববাসী সেভাবে চিন্তা করছে বিদায় তাকে আজ এত বড় মর্যাদা দান করেছে। টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রেখেছে। যাদের এরকম প্রধানমন্ত্রীর মতো যোগ্যতা নেই, যাদের কখনোও টাইম ম্যাগাজিনের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা নেই এবং ধন্যবাদ টুকু জানানোর মত মানসিকতা নেই, তারা তো নিন্দা বা সমালোচনা করতেই পারে। আকাশে যখন সবাই চাঁদ দেখে, নিন্দুকেরা কিন্তু চাঁদ দেখে না। ওরা অন্ধকার দেখে। নিন্দুকেরা অমাবশ্যার চাঁদ দেখে আর আমরা দেখি পূর্ণিমার চাঁদ। পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে দেখে পূর্ণিমার চাঁদ হিসেবে আর আমরা দেখি অমাবশ্যার চাঁদ!
পরিচিতি : চীফ হুইপ, জাতীয় সংসদ/মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা/সম্পাদনা :মোহাম্মদ আবদুল অদুদ