শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া যুদ্ধে পশ্চিমারা ব্যর্থ, নতুন অভিযান দক্ষিণ দামেস্কে : আসাদ

আব্দুর রাজ্জাক: সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র অবশ্যই ব্যর্থ হবে মন্তব্য করে এবার নতুন করে দক্ষিণ দামেস্ককে লক্ষবস্তু করার কথা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ চালানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন আসাদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে মূলত এ অঞ্চললে সন্ত্রাসীদেরই সহযোগিতা করছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি সন্ত্রাসী ঘাঁটিতে নতুন করে হামলা শুরু করেছে। সরকারি টিভি চ্যানেলে বলা বলা হয়েছে প্রেসিডেন্ট আসাদ দামেস্কের পার্শ্ববর্তী সকল এলাকার নিয়ন্ত্রণ নিতে এবার দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করেছেন।

এদিকে, ১৪এপ্রিল মার্কিন নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন সিরিয়া সরকারের বিরুদ্ধে দৌমায় রাসায়নিক হামলার অভিযোগে বিমান ও ক্ষেপনাস্ত্র হামলা চালায়। সিরিয়া বাহিনী পশ্চিমাদের ছোঁড়া মোট ১০৫টি ক্ষেপনাস্ত্রের ৭১টিই ভূপাতিত করতে সক্ষম হয়েছিল বলে দাবি করেছে দেশটির অন্যতম প্রধান মিত্র রাশিয়া।

উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষার পর প্রাণঘাতি সংঘর্ষের মধ্যদিয়ে ১এপ্রিল সিরিয়ার প্রেসিডেন্ট রাজধানীর পার্শ্ববর্তী জেলা পূর্ব ঘৌতার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। সিরিয়া বাহিনী ঘৌতা জয়ের পর এবার রাজধানীর সংলগ্ন অন্যান্য এলাকার দিকে মনোনিবেশ করছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে জানানো হয়েছে। রয়টার্স, প্রেস টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়