শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া যুদ্ধে পশ্চিমারা ব্যর্থ, নতুন অভিযান দক্ষিণ দামেস্কে : আসাদ

আব্দুর রাজ্জাক: সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র অবশ্যই ব্যর্থ হবে মন্তব্য করে এবার নতুন করে দক্ষিণ দামেস্ককে লক্ষবস্তু করার কথা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ চালানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন আসাদ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে মূলত এ অঞ্চললে সন্ত্রাসীদেরই সহযোগিতা করছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি সন্ত্রাসী ঘাঁটিতে নতুন করে হামলা শুরু করেছে। সরকারি টিভি চ্যানেলে বলা বলা হয়েছে প্রেসিডেন্ট আসাদ দামেস্কের পার্শ্ববর্তী সকল এলাকার নিয়ন্ত্রণ নিতে এবার দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করেছেন।

এদিকে, ১৪এপ্রিল মার্কিন নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন সিরিয়া সরকারের বিরুদ্ধে দৌমায় রাসায়নিক হামলার অভিযোগে বিমান ও ক্ষেপনাস্ত্র হামলা চালায়। সিরিয়া বাহিনী পশ্চিমাদের ছোঁড়া মোট ১০৫টি ক্ষেপনাস্ত্রের ৭১টিই ভূপাতিত করতে সক্ষম হয়েছিল বলে দাবি করেছে দেশটির অন্যতম প্রধান মিত্র রাশিয়া।

উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষার পর প্রাণঘাতি সংঘর্ষের মধ্যদিয়ে ১এপ্রিল সিরিয়ার প্রেসিডেন্ট রাজধানীর পার্শ্ববর্তী জেলা পূর্ব ঘৌতার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। সিরিয়া বাহিনী ঘৌতা জয়ের পর এবার রাজধানীর সংলগ্ন অন্যান্য এলাকার দিকে মনোনিবেশ করছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে জানানো হয়েছে। রয়টার্স, প্রেস টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়