সাজিয়া আক্তার: রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই প্রবাসীদের। তাই অবিলম্বে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের। সেই সাথে প্রবাসীদের স্মার্টকাডের আওতায় আনার দাবি জানায় তারা।
মধ্যপ্রাচ্য দেশ কুয়েতে বসবাস প্রায় ৩ লাখ বাংলাদেশির। নিয়মিত রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে স্বচল রেখেছেন এসব প্রবাসীরা। এখানে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক কমিটিও, অথচ ভোটার হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই সব প্রবাসীর। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার হতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান এসব বাংলাদেশির।
কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলেন, আমরা যারা কুয়েতে আছি আমরা যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত না হই। বিশ্বের যে কোনো দেশে যত বাংলাদেশিরা আছে তাদের সকলকে ভোটার করে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। অনেক প্রবাসী সঠিক সময় দেশে যেতে পারে না এবং নিবন্ধিত হতে পারে না ভোটার তালিকায়। সে হিসেবে আমাদের দাবি থাকবে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে তারা যেনো দূতাবাসের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদের ভোটাধিকার অধিকার দেন।
একই আহ্বান বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদেরও। কুয়েতে-বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য লোক এখন বিদেশে অবস্থান করছেন। তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে তাদের মৌলিক অধিকার খর্ব হবে বলে আমি মনে করি।
যমুনা টিভি থেকে মনিটর