নির্বাচনে হস্তক্ষেপ এবং যুক্তরাজ্য ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের ব্যাপারে রাশিয়ার কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে জানতে চান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এছাড়াও তিনি সিরিয়া এবং ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও রাষ্ট্রদূত আনাতলি অ্যান্টানোভের কাছে জানতে চেয়েছেন ।
হোয়াইট হাউজ প্রশাসন জানিয়েছে এই মাসেই দ্বায়িত্ব গ্রহণ করা বোল্টন এবং অ্যান্টানোভের এটিই প্রথম সাক্ষাত। রাষ্ট্রদূতকে বোল্টন বলেছেন উভয়ের ভালোর জন্যই দুই দেশের ভালো সম্পর্ক থাকা জরুরী। কিন্তু রাশিয়াকে অবশ্যই ২০১৬ সালের মার্কিন নির্বাচনে নাক গলানো এবং যুক্তরাজ্যে সাবেক রাশিয়ান স্পাইকে হত্যাচেষ্টার ব্যাখ্যা দিতে হবে। রাশিয়া অবশ্য শুরু থেকে এই দুটি ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার যেকোন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে।
হোয়াইট হাউজ প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের ব্যাপারে উদ্বিগ্ন। যেখানে রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে এবং দেশটি সিরিয়ার ব্যাপারেও উদ্বিগ্ন। যেখানে রাশিয়া সরকারকে মদদ দিচ্ছে। যার ফলে ৭ বছরব্যাপী চলা গৃহযুদ্ধের ‘ ভারসাম্য’ নষ্ট হচ্ছে। - ইন্ডিয়ান এক্সপ্রেস