শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্সেনাল-ওয়েঙ্গার ২২ বছরের সম্পর্কের অবসান

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম শেষ হতে বাকি আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। তার আগেই এক চমকে যাওয়া মতো সংবাদ শুনতে হলো জনপ্রিয় ইংলিশ ক্লাব আর্সেনালকে। মৌসুম শেষেই গানারদের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনাল অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

অবশেষে আর্সেনাল ছাড়ার সময়টা দেখতে পাচ্ছেন অবশেষে ৬৮ বছর বয়সী ওয়েঙ্গার। মৌসুম শেষেই আর্সেনালের সঙ্গে কোচিং ক্যারিয়ারের ২২ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলবেন ফরাসি এ কোচ। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ওয়েঙ্গার বলেছেন, ‘গভীর চিন্তা-ভাবনা এবং ক্লাবের সঙ্গে কথা বলে মনে হয়েছে মৌসুমের শেষে সরে দাঁড়ানোর এখনই সঠিক সময়।’

২২ বছর দলের দায়িত্ব পালন করে তিনবার দলকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতালেও আর্সেনালকে বড় কোন টুর্নামেন্টের শিরোপা উপহার দিতে পারেননি। যার ফলে ওয়েঙ্গার বেশকিছুদিন দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন। চলতি মৌসুমেও লিগে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ষষ্ঠ। চলতি মৌসুমে শেষ চারের মধ্যে না থাকতে পারলে অথবা ইউরোপা লিগ জিততে না পারলে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও হারাবে দলটি। যার ফলে চাপ একটু বেশিই পড়ছিল ওয়েঙ্গারের ওপর।

আর্সেনাল ছেড়ে দেওয়া নিয়ে ওয়েঙ্গার নিজস্ব বিবৃতিতে বলেন, ‘অনেকদিন ধরেই আর্সেনালের হয়ে দায়িত্ব পালন করছি। এতদিন সেবাদানের সুযোগ পাওয়ায় বেশ সম্মানিতবোধ করছি। দলের সঙ্গে যুক্ত থাকা প্রতিটা সময় আমি শতভাগ দায়িত্ববোধ ও শুদ্ধতা বজায় রেখেছি। সেই সঙ্গে ক্লাবের মূল্যবোধের প্রতিও নজর দিয়ে যতœশীল হতে বলছি আর্সেনাল সমর্থকদের।’

১৯৯৬ সালের ১ অক্টোবর আর্সেনালের দায়িত্ব গ্রহণ করেন ওয়েঙ্গার। ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচও ওয়েঙ্গার। তার ২২ বছর সময়ে আর্সেনাল ৩ বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি খেলেছে ৮২৩টি ম্যাচ। যার মধ্যে জয় পেয়েছে ৪৭৩টি ম্যাচে এবং হেরেছেন ১৫১টিতে। তার অধীনে দল প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছে ১৫৪৯ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়