আব্দুর রাজ্জাক: উত্তর কোরিয়া সম্পূর্ণরুপে পারমাণবিক অস্ত্রমুক্ত হতে রাজি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তারা কোরিয়া অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষে কোন রকম শর্ত ছাড়াই এমন একটি চুক্তিতে রাজি আছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে-ইন। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রেখে এবং অব্যাহতভাবে যুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মুন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, পারমাণবিক নিরস্ত্রিকরণ চুক্তি কোরিয়া অঞ্চলে শান্তি ফিরিয়ে আনছে এবং উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করছে। তাই আগামী সপ্তাহের কোরিয়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোন রকম জটিলতা সৃষ্টিকরা উচিত নয়। কোরিয়া সম্মেলনের পরপরই যেহেতু উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক রয়েছে তাই এখন সবার উচিত চুক্তিতে পৌঁছা পর্যন্ত কোন প্রকার জটিলতা সৃষ্টি না করা।
মুন উত্তর কোরিয়ার মিডিয়া কোম্পানীগুলোর নির্বাহী প্রধানদের সাথে এক বৈঠকে বলেন, ‘পারমাণবিক নিরস্ত্রিকরণে দুই কোরিয়ার ভিন্ন কোন অর্থ আছে বলে আমি মনে করিনা। পিয়ংইয়ং সম্পূর্ণরুপে পারমাণবিক নিরস্ত্রিকরণে রাজি হয়েছে তাই আমাদের সব পক্ষকে চুক্তিটিতে পৌঁছুতে সহায়তা করা।’ রয়টার্স