শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বৈরী পরিবেশ থেকে দেশীয় চলচ্চিত্রে ভোরের সূর্য উঠছে’ 

ইমতিয়াজ মেহেদী হাসান : দীর্ঘদিন পর পরিচালনায় ফিরেছেন চিত্রনায়ক আলমগীর। ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে তার পরিচালিত ৬ নম্বর চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বললেন এই শক্তিমান অভিনেতা।

আলমগীর বলেন, ‘একটি সিনেমার গল্প’ তৈরির সময় রুনা লায়লার সঙ্গে যখন পরামর্শ করি, তিনি তখন জিজ্ঞেস করেছিলেন এ বয়সে আবার কেন পরিচালনায়? আমি বলেছিলাম, সিনেমার প্রতি আমার ইমোশন, ভালবাসা, দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে আবারও পরিচালনা করতে চাই। উত্তর শুনে তিনি আর টুঁ শব্দটিও করেননি।

বর্তমানে দেশীয় চলচ্চিত্রে খারাপ সময় যাচ্ছে। এই সংকট কাটিয়ে ওঠার বিষয়ে আলমগীর বলেন, বাংলা চলচ্চিত্রের সূর্য কখনো ডুবে যাবে না। একসময় হলিউডেও চলচ্চিত্র নির্মাণ কমে গিয়েছিল। কিছুদিন আগে আমাদের পাশের কলকাতাতেও ছবির মান ও সংখ্যা কমে গিয়েছিল, আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। তেমনি আমাদের দেশেও এখন কিছুটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। আমি মনে করি, তা কেটে এখন ভোরের সূর্য উদয় হচ্ছে। অচিরেই আমাদের চলচ্চিত্র আবারও জেগে উঠবে, আসবে সুদিন। আমিসহ সবাই আছি সেই প্রতীক্ষায়, বদলের।

পর্যাপ্ত সময় এবং ভালো গল্পের অভাবে অভিনয় থেকে বর্তমানে দূরে ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’ সিনেমার এই নির্মাতা। শুধু পরিচালনা নয়, আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, চম্পা, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলির পাশাপাশি তিনি নিজেও অভিনয় করেছেন।

‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, মনির খান, বাপ্পা মজুমদার, অদিতি মহসীন, কোনাল ও ঝিলিক। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও কবির বকুল। সুর করেছেন রুনা লায়লা, শওকত আলী ইমন ও ইমন সাহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়