শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে সাংবাদিককে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর): জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে আবদুল কবির নামের এক সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। সে দৈনিক বিশ্লেষন পত্রিকার প্রতিনিধি।

রোববার সকালে ওই সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে এ বিষয় একটি অভিযোগ পাওয়া গেছে। এ দিকে তাকে হয়রানীর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের সাংবাদিক আবদুল কবিরের পৈতৃতিক সুত্রে পাওয়া ৩৯নং পশ্চিম বনগ্রাম মৌজার ৩৭৮নং সহ তিনটি দাগে মোট ১০ শতাংশ জমি রয়েছে। কিন্তু সাংবাদিক কবির বাড়িতে না থাকার সুযোগে ওই জমি দখলের পায়তারা চালিয়ে আসছে একই এলাকার সাইদুল হক হাওলাদারসহ তার লোকজন। এতে বাঁধা প্রদান করলে সাংবাদিক কবিরের বিরুদ্ধে মাদারীপুর কোর্টে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রভাবশালী সাইদুল হক। এতে করে সাংবাদিক আবদুল কবির চরম বিপাকে পরেছেন।

সাংবাদিক আবদুল কবির বলেন, আমার জমি দখলে বাধা দিলে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়েছে সাইদুল। এতে করে আমি চরম হয়রানীর শিকার হচ্ছি।

অভিযুক্ত সাইদুল হক বলেন, ওই জমি আমার।

এব্যাপারে মানবাধিকার কর্মী মামুনসহ বেশ কয়েকজন বলেন, সংবাদ কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া নেক্কারজনক। আসলে এটা ঠিক হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়