শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখে ধর্মকে টেনে আনা উচিত নয় : ড. সৈয়দ আনোয়ার হোসেন

মেহেদী হাসান : পৃথিবীর সব জাতি সম্প্রদায় তাদের নিজস্ব দিনপঞ্জির ভিত্তিতে বছরের প্রথম দিন উদযাপন করে। বাঙালিরাও তেমনি পহেলা বৈশাখ উদযাপন করে। এর মধ্যে ধর্মকে টেনে আনা কখনো উচিৎ নয়। পহেলা বৈশাখ অসম্প্রদায়িক এবং সর্বজনের অংশগ্রহণ মূলক একটি উদযাপনের দিন। পহেলা বৈশাখ নিয়ে আলাপকালে ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, বাঙালি সংস্কৃতি ঐতিহ্যগতভাবে অসম্প্রদায়িক ও সর্বজনগ্রহণ যোগ্য সংস্কৃতি। তাই সেখানে পহেলা বৈশাখ থাকবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পহেলা বৈশাখকে নানা বিধি-নিষেধের বেড়াজালে আবদ্ধ করা হচ্ছে, এটি অনর্থক বলে আমি মনে করি। কারণ, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নিরাপত্তা নিশ্চিত করা। সে কাজে তারা ব্যর্থ হয়ে ব্যর্থতার দায় চাপাচ্ছে জনগণের উপর। মঙ্গল শোভাযাত্রায় বাঙালি চৈতন্যের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত, এর সাথে ধর্মের কোন ব্যাপার নেই। মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেস্কো থেকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুতরাং পহেলা বৈশাখ যত স্মরণ করে উদযাপিত হবে ততই বাঙালির উদঘাটন হবে।

তিনি আরো বলেন, আইয়ুব খানের সৈ¦র শাসনের আমলে প্রথম ১৯৬৪ সালে ছায়ানট ঢাকা শহরে পহেলা বৈশাখ আয়োজন করে বলদা গার্ডেনে। পরে ১৯৬৭ সালে ছায়ানটের ব্যবস্থাপনায় স্থানান্তরিত করা হয় রমনার বটমূলে। বাঙালি চিন্তা চেতনায়, বাঙালি সত্ত্বায় উদযাপন শুধু নয়, নতুন করে বাঙালি সত্ত্বায় নবায়ন হয় পহেলা বৈশাখের মধ্য দিয়ে। এর সাথে যুক্ত হয়েছে এরশাদের সৈ¦র শাসনের আমলে মঙ্গল শোভা যাত্রায় যে ধারনাটা এসেছিল শিল্পি এস এম সুলতানের কাছ থেকে তা হলো- অশুভর বিরুদ্ধে শুভর উদযাপন আর অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের উদযাপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়