শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংড়ায় অনুমোদনহীন পুকুর খনন করে পানি প্রবাহের কালভার্ট বন্ধ: আতঙ্কে  কৃষক

তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে কৃষি জমিতে পুকুর খনন করেছে উপজেলার থাওইল গ্রামের প্রভাবশালী সোলায়মান আলী। মানুষের যাতায়াতের এবং কয়েক হাজার কৃষি জমি পানি নিস্কাশনের জন্য ব্যবহ্রত কালভার্টটি বন্ধ করে দেয়া হয়েছে।

এতে করে ঐ এলাকার শত শত হেক্টর কৃষি জমি জলাবদ্ধতার শিকার হবার আশংকা করছে কৃষকরা। বৃষ্টির পানি নামার একমাত্র কালভার্টটি বন্ধ হওয়ায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আমলে না নেয়ায় প্রভাবশালী ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সোলায়মান আলী এর আগে ও একটি পুকুর খনন করে পাশেই একটি কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে ঐ এলাকার সচল একটি মাত্র কালভার্ট বন্ধ করে দেয়ায় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষি জমির ফসল ঘরে তোলা নিয়ে শংকিত কৃষক।

একাধিক কৃষক জানান, অত্র এলাকায় কৃষকরা তিন ফসলী আবাদ করে আসছেন। কালভার্ট এর মূখ বন্ধ করে দেয়ায় তারা আর্থিকভাবে লোকসানে পড়বেন। এলাকার শত শত কৃষি জমি জলাবদ্ধতার শিকার হবে। বছরে তিন ফসল উৎপাদন করা সম্ভব হবে না।

কৃষকরা আরো জানান, অতি বর্ষন হলে এলাকার পানি নেমে যাবার একমাত্র কালভার্ট এটি। কিন্তু এলাকার প্রভাব খাটিয়ে সোলায়মান আলী কৃষি জমি খনন করে সেখানে পুকুর খনন করেছেন এবং কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন।

অভিযোগ রয়েছে, উক্ত সোলায়মান আলী প্রতিবেশি আয়ুব আলীর পত্তনকৃত জমি দখল করে ও মাটি ভরাট করেছেন। এতে করে বিপাকে পরেছেন ঐ কৃষক।

এ বিষয়ে অভিযুক্ত কৃষক সোলায়মান আলী জানান, আমার জমিতে পুকুর খনন করেছি, জলাবদ্ধতার নিরসন করতে চাইলে সরকারী ভাবে ড্রেন করে দিলে জায়গা দেয়া হবে। তবে পুকুর খননে কোন অনুমোদন নাই বলে জানান।

স্থানীয় মেম্বার হাসিদুল বলেন, কালভার্ট বন্ধ করে দেয়ায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন। জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য পাশ দিয়ে ড্রেন করে দেয়ার জন্য মৌখিক ভাবে জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, সরকারী কালভার্ট বন্ধ করে দেয়ার এখতিয়ার কারো নাই। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার বলেন, সরকারী কালভার্ট জনগনের সুবিধার্তে করা হয়েছে। এলাকার কৃষকদের মৌখিক অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়