শিরোনাম
◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০১:২০ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংড়ায় অনুমোদনহীন পুকুর খনন করে পানি প্রবাহের কালভার্ট বন্ধ: আতঙ্কে  কৃষক

তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়ায় সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে কৃষি জমিতে পুকুর খনন করেছে উপজেলার থাওইল গ্রামের প্রভাবশালী সোলায়মান আলী। মানুষের যাতায়াতের এবং কয়েক হাজার কৃষি জমি পানি নিস্কাশনের জন্য ব্যবহ্রত কালভার্টটি বন্ধ করে দেয়া হয়েছে।

এতে করে ঐ এলাকার শত শত হেক্টর কৃষি জমি জলাবদ্ধতার শিকার হবার আশংকা করছে কৃষকরা। বৃষ্টির পানি নামার একমাত্র কালভার্টটি বন্ধ হওয়ায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আমলে না নেয়ায় প্রভাবশালী ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সোলায়মান আলী এর আগে ও একটি পুকুর খনন করে পাশেই একটি কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে ঐ এলাকার সচল একটি মাত্র কালভার্ট বন্ধ করে দেয়ায় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষি জমির ফসল ঘরে তোলা নিয়ে শংকিত কৃষক।

একাধিক কৃষক জানান, অত্র এলাকায় কৃষকরা তিন ফসলী আবাদ করে আসছেন। কালভার্ট এর মূখ বন্ধ করে দেয়ায় তারা আর্থিকভাবে লোকসানে পড়বেন। এলাকার শত শত কৃষি জমি জলাবদ্ধতার শিকার হবে। বছরে তিন ফসল উৎপাদন করা সম্ভব হবে না।

কৃষকরা আরো জানান, অতি বর্ষন হলে এলাকার পানি নেমে যাবার একমাত্র কালভার্ট এটি। কিন্তু এলাকার প্রভাব খাটিয়ে সোলায়মান আলী কৃষি জমি খনন করে সেখানে পুকুর খনন করেছেন এবং কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন।

অভিযোগ রয়েছে, উক্ত সোলায়মান আলী প্রতিবেশি আয়ুব আলীর পত্তনকৃত জমি দখল করে ও মাটি ভরাট করেছেন। এতে করে বিপাকে পরেছেন ঐ কৃষক।

এ বিষয়ে অভিযুক্ত কৃষক সোলায়মান আলী জানান, আমার জমিতে পুকুর খনন করেছি, জলাবদ্ধতার নিরসন করতে চাইলে সরকারী ভাবে ড্রেন করে দিলে জায়গা দেয়া হবে। তবে পুকুর খননে কোন অনুমোদন নাই বলে জানান।

স্থানীয় মেম্বার হাসিদুল বলেন, কালভার্ট বন্ধ করে দেয়ায় এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন। জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য পাশ দিয়ে ড্রেন করে দেয়ার জন্য মৌখিক ভাবে জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, সরকারী কালভার্ট বন্ধ করে দেয়ার এখতিয়ার কারো নাই। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার বলেন, সরকারী কালভার্ট জনগনের সুবিধার্তে করা হয়েছে। এলাকার কৃষকদের মৌখিক অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়