শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখের নাটক ‘তোমার পাড়ায় আসবো ফিরে’

আবু সুফিয়ান রতন: পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘তোমার পাড়ায় আসবো ফিরে’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন আফরান নিশো ও জাকিয়া বারী মম প্রমুখ।

হাসান একটি স্বনামধন্য ব্যাংকের ডেবিট কার্ড সেলস এক্সিকিউটিভ। বিবিএ থার্ড ইয়ারের ছাত্রী সিমি। নতুন ব্যাংক একাউন্ট খুলতে গিয়ে সিমির সাথে দেখা করতে গেলেও মোবাইল বন্ধ থাকায় সেদিন বাসায় ফিরে আসে হাসান। সিমি রাত্রে ফোন দিলেও রাগ করে তার ফোন ধরে না হাসান। পরদিন অফিসে গিয়ে সেলস টার্গেট পুরন না হওয়ায় বসের ঝাড়ি খেয়ে অনেকটা চাপের মুখেই সিমিকে ফোন দেয় হাসান। এরপর ফর্ম পুরন, ছবি তোলা, নমিনির ছবি নেওয়া সব কিছু ম্যানেজ করতেই বাসা থেকে ফোন আসে মা অসুস্থ। হন্তদন্ত হয়ে ছুটে যেতেই দেখা যায় সিমির জন্য পাত্র পক্ষের লোকজন বসে আছে। মা অনেক রিকোয়েস্ট করে সিমিকে পাত্র পক্ষের সামনে বসালেও মনে মনে সিদ্ধান্ত নেয় সে বাসা থেকে ভেগে যাবে।

কোথায় যাবে, কার কাছে থাকবে, পরিচিত কেউ হলেতো মাকে বলে দিবে? ইত্যাকার বিভিন্ন চিন্তা করেই নিরীহ সেলস এক্সিকিউটিভকে ফোন দেয় সিমি। প্রথমে রাজি না হলেও সিমির স্বপ্নের কথা শুনে রাজি হয় হাসান। শুরু হয় সিমির জন্য সিঙ্গেল রুম খোজা, এগোতে থাকে বিয়ের তোড়জোর।

অনেক খুজতে খুজতে সুবিধা মতো রুম না পেলে মন খারাপ করে বসে থাকে সিমি । এমন সময় হাসান সু খবরটা দিতেই বাসা থেকে পালিয়ে এক কামরায় চিলে কোঠায় ওঠে সিমি ।

ভয়ে , চিন্তায় পরিচিত সবাইকে ফোন দিতে থাকে মা । অফিস শেষ করেই বাজার নিয়ে সিমির বাসায় পৌঁছে দেয় হাসান । সবজি কেটে, পেয়াজ কেটে তাকে রেঁধে খাওয়ায় । সিমি পায়ের উপর পা তুলে হাসানের রান্নার প্রশংশা করতে থাকে ।

কিছুদিন পর অফিস থেকে আসতেই বাসার সিড়িতে সিমির মাকে দেখে থমকে যায় হাসান । বিয়ে ভেঙে যাওয়ায় ব্যাগ গুছিয়ে নিজের বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় সিমি । ফাকা চিলেকোঠার ঘরে চুপচাপ বসে থাকে হাসান ।
এমন সময় একটা ম্যাসেজ আসে হাসানের ( তুমি আসলেই একটা গাধা ! ) মোবাইলে । পুরোটা পড়েই প্রিয় মানুষের পাড়ায় ছুটতে ছুটতে হাজির হয় হাসান । চেচিয়ে তার ভালোবাসার কথা বলে । সিমি বেল্কনীতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সায় দেয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়