রাশিদ রিয়াজ : মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ-তাকি হোসেইনি বলেছেন, তার দেশে মানবসম্পদকেই সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এ ধরনের দক্ষ সম্পদকে দেখাশোনা করা এক পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ইরানে মেক্সিকো বড় ধরনের বিনিয়োগ করলে তার দেশের জনসম্পদ কতটা দক্ষ তা বিবেচিত হবে। সোমবার মেক্সিকোতে ইরানি নববর্ষ নওরোজ উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তাকি এ কথা বলেন। তিনি বলেন, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ইরানের নাগরিকরা যে সাংস্কৃতিক প্রভাব ফেলছে তা দেখার মত।
মেক্সিকোর সঙ্গে ইরানের সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে বলেও তাকি অভিমত দেন। ইরনা