শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডি’র ছবি টুইটারে প্রকাশ করে ট্রাম্পকে সতর্ক করলেন স্টোর্মি’র আইনজীবী

সজিব সরকার: সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পর্ন তারকা স্টোর্মি ডেনিয়েলস গোপন সম্পর্কের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে। এবার একটি সিডি’র ছবি টুইটারে প্রকাশ করলেন স্টোর্মির আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি, যা ট্রাম্পের জন্য সতকর্তাস্বরূপ বলে মন্তব্য করেন এই আইনজীবী।
অ্যাভেনাত্তি টুইটারে একটি ছবি প্রকাশ করেন যা দেখতে একটি সিডি বা ডিভিডি’র মত। টুইটারে তিনি বলেন, ‘একটি ছবি যদি হাজারটা শব্দ বোঝাতে পারে, তবে এটি কতগুলো শব্দ বোঝাবে?’ সিএনএন’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, পর্ন তারকা প্রেসিডেন্টের বিরুদ্ধে যে অভিযোগ করছে তার যথেষ্ট প্রমাণ এই ডিস্ক’এ আছে।
তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়টির ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত করতে চাই, এই সিডিটি প্রেসিডেন্টের জন্য একটি সতর্কবার্তা। এটি মাইকেল কোহেন এবং ট্রাম্পের সাথে জড়িত অন্যদের জন্যও সতর্কবার্তা, যারা আমার মক্কেলের বিরুদ্ধে মার্কিন জনগণের কাছে অপপ্রচার চালাচ্ছে।’
উল্লেখ্য, ২০০৬-০৭ সালের দিকে ট্রাম্পের সাথে এই পর্ন তারকার গোপন সম্পর্ক ছিল বলে জানিয়েছেন এই তারকা। এরপর দুজনের সম্পর্কের বিষয়টি গোপন রাখার জন্য ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন স্টোর্মির সাথে ১লক্ষ ৩০হাজার মার্কিন ডলারের একটি চুক্তি করেন। কিন্তু স্টোর্মি এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চান এবং ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ব্যাপারে দেশটির টিভি চ্যানেল সিবিএস’এ আজ ১ঘণ্টার একটি সাক্ষাৎকার দিবেন স্টোর্মি ডেনিয়েলস। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়