শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীতে আছড়ে পড়তে পারে চিনা স্পেস স্টেশন

তানভীর রিজভী: পৃথিবীর দিকে ক্রমশই ধেয়ে আসছে চিনের একটি স্পেস স্টেশন৷ সর্বশেষ হিসাব অনুযায়ী ৬ কিলোমিটার  প্রতি সপ্তাহ গতিতে এটি এগিয়ে আসছে৷ গত বছর অক্টোবরে প্রতি সপ্তাহে এর গতি ১.৫ কিলোমিটার ছিল৷  খবর ডেইলি মেইল।

বিশেষজ্ঞরা জানান, এটি ৪৩ ডিগ্রী উত্তর-দক্ষিণ অক্ষাংশে পড়তে পারে এটি৷  আর এই স্থানে রয়েছে ঘনজনবসতিপূর্ণ নিউ ইয়র্ক, বার্সেলোনা, বেজিং, শিকাগো, ইস্তাম্বুল, রোম, টরোন্টোর মত শহর। ওজনে প্রায় আট টন  এই চিনা স্পেস স্টেশন ২০১৬ সালেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর থেকে এই স্টেশনটির পৃথিবীতে আছড়ে পরার আশংকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়।

বিজ্ঞানীরা জানান, এই স্পেসক্রাফ্টের বেশিরভাগ অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসার সময় জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, তবে ১০ থেকে ৪০ শতাংশ অংশ বাকি থেকে যেতে পারে। তাদের আশঙ্কা  সেই অংশে থেকে যেতে পারে  ক্ষতিকারক রাসায়নিক পদার্থ।

২০১১ সালে চিন এই স্পেস স্টেশনটি মাহাকাশে পাঠিয়েছিলো৷ এখন পর্যন্ত মহাকাশযান পৃথিবিতে আছড়ে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।  তবে এই  স্পেশ স্টেশনের শেষ পর্যন্ত কি হবে সেই বিষয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েই গিয়েছে৷

সূত্র: ডেইলি মেইল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়