শিরোনাম
◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৮, ০৪:১৭ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৮, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার ক্ষমতার জোরে বিরোধী দলীয় নেত্রীকে জেলে আটকিয়ে রেখেছেন

ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ : বেগম খালেদা জিয়ার জামিনের আগামি ৮ মে আরেকটি শুনানি করা হবে। ৮ মের মধ্যে বেগম খালেদা জিয়ার আইনজীবি সহ কোর্টে কাগজ পত্র তৈরি করার জন্য বলা হচ্ছে উভয় পক্ষকেই। বেগম খালেদা জিয়া জেলে থাকার জন্য তিনটি পক্ষ জড়িত আছে। ১, রাষ্ট্র ২, খালেদা জিয়ার আইনজীবিরা ৩, দুর্নীতি দমন কমিশন। এই তিন পক্ষই কাগজ পত্র তৈরি করে সেটি জমা দিতে হবে কোর্টে। এবং সেটির বিচারাধীন প্রক্রিয়ায় বিচার করতে হবে। এখন একটি মামলা থেকে মুক্তি পাওয়ার পর পরই আরেকটি মামলার পরওয়ানা জারি করা হয়।

একজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা দেওয়া হয়, সেটি রাজনৈতিক কারণেও দেওয়া হয়। তাকে জেল দেওয়ায় জন্য অনেকেই অভিযোগ করেছেন। যেমন বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন । তারা বলেছেন যে, বিরোধী দলের নেত্রীর জামিন হওয়ার পরেও তাকে আরেকটি মামলার দায়ে গ্রেফতার করা হচ্ছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে, বর্তমান সরকার তাকে জেল থেকে বের হতে না হতেই আরেকটি মামলার দায়ে গ্রেফতার করাটি হচ্ছে বর্তমান সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

রাজনৈতিক কারণে তাকে জেলে আটকিয়ে রেখেছে সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও একই কথা বলছেন। খালেদা জিয়াকে স্বাভাবিক ভাবে এবং সঠিক দুর্নীতির মামলার দায়ে জেল দিলে কোন লোক কিছু বলতেন না। যখন রাজনৈতিক ভাবে তাকে জেলে দেওয়া হয়েছে, তখন এ বিষয় নিয়ে সবাই কথা বলছেন। রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমান সরকার বিরোধী দলের নেত্রীকে জেলে আটকিয়ে রাখছে, যা সঠিক নয়।

পরিচিতি : আইনজীবি, সুপ্রিম কোর্ট/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়