সুজন কৈরী : রাজধানীর বকশি বাজার এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে সিআইডি। আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম পান্নু।
সোমবার রাতের দিকে তাকে আটক করা হয়।
সিআইডি’র ঢাকা মেট্রো দক্ষিণের কোতায়ালী ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে আটক করা হয়েছে। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে এক কেজি ৪শ' গ্রাম গাঁজা ও মাদক বিক্রির এক লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রফিকুল সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্নস্থানে বিক্রি করে থাকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।