শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

আব্দুর রাজ্জাক: উন্নয়নশীল দেশগুলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইন্স্যুরেন্স-লিংকড সিকিউরিটিজ(আইএলএস)’তে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। এটি সংস্থাটিকে ২০০মিলিয়ন ডলারের বিনিয়োগের লক্ষ্যপূরণে সহযোগিতা করবে ।

শুক্রবার যুক্তরাজ্যের ডিএফআইডি জানায়, তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে আগামী ২০ বছরের জন্য ২৫ মিলিয়ন পাউন্ড (৩৫ মিলিয়ন ডলার) বিনিয়োগ করবে।

জি-৭ ভুক্ত রাষ্ট্রগুলো উন্নয়নশীল দেশের প্রায় ৪০০ মিলিয়ন জনগণের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে কার্যক্রম পরিচালনা করছে।

ডিএফআইডি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগুস্ত মানুষদের সিকিউরিটি ইন্স্যুরেন্স সুবিধা দিতে প্রায় ৬.৮ বিলিয়ন ডলারের প্রয়োজন।

এদিকে অধিক মুনাফার আশায় বিনিয়োগকারীরা কথিত ইনসুরেন্স-লিংকড সিকিউরিটিস আইএলএস’এ বিনিয়োগের বিষয়ে আগ্রহী হয়ে উঠছে। জার্মান ডেভলপমেন্ট কেএফডব্লিউ আরও বেশি বিনিয়োগ করার ব্যাপারে সম্ভাবনা দেখিয়েছে।

ইন্স্যুরেন্স কোম্পানিটি দাবানল, বন্যা, হারিকেন ও ভুমিকম্পের কারণে গত বছর প্রায় ১৩৫ বিলিয়ন ডলারের ইন্সুরেন্স ক্ষতির পর তাদের হার বৃদ্ধি করায় বিনিয়োগকারীরা এই খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে।

উল্লেখ্য, গ্লোবাল প্যারামেট্রিকস ওয়ার্ল্ড ভিশনের ক্ষুদ্র ঋণ প্রকল্পের সাথে যৌথভাবে এশিয়া ও আফ্রিকায় মোট ছয়টি দেশে জলবায়ু ইন্স্যুরেন্সের কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়