শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধার রাতে কালো কাপড়ে কালো পিঁপড়ার চেয়ে সুক্ষ্ম যে গুনাহ

সাইদুর রহমান : মানুষের প্রশংসা পাওয়ার জন্য এবং লোক দেখানোর জন্য ইবাদত করাকেই রিয়া বলা হয়। রিয়ার কারণে সমস্ত সৎকর্ম ধ্বংস হয়ে যায় এবং রিয়াকারী শাস্তির যোগ্য হয়। হাদীসে রিয়া বা লোক দেখানো ইবাদতকে শিরকে আসগার বা সবচেয়ে ছোট শিরক বলে আখ্যায়িত করা হয়েছে। এ বিষয়ে উম্মতের জন্য আল্লাহর রাসূল (সা) সবচেয়ে বেশী আশঙ্কা করেছেন।

এ বিষয়ে রাসূল (সা) বলেছেন, তোমাদের জন্য আমি যা সবচেয়ে বেশী ভয় করি তা হল, ছোট শিরক বা শিরক আল আসগার।

সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি?

তিনি উত্তর দিলেন, রিয়া (লোক দেখানোর জন্য কাজ করা), নিশ্চয়ই আল্লাহ পুনরুত্থান দিবসে প্রতিদান দেওয়ার সময় লোকদের বলবেন, পার্থিব জীবনে যাদেরকে দেখানোর জন্য তোমরা কাজ করেছিলে তাদের কাছে যাও এবং দেখ তাদের কাছ থেকে কিছু আদায় করতে পার কিনা। (আহমাদ, বায়হাকী)

ইবন আব্বাস (রা) এ সম্পর্কে বলেন, কোন চন্দ্রবিহীন মধ্যরাতের অন্ধকারে কালো পাথরের উপর কালো পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গোপন হচ্ছে শিরক। (ইবন আবী হাতিম)

অন্য এক হাদীসে বলা হয়েছে, রাসূল (সা) বের হয়ে এলেন এবং ঘোষণা করলেন, হে জনগণ, গোপন শিরক সম্বন্ধে সাবধান!

লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরক কি?

তিনি বললেন, যখন কেউ সালাতে দাঁড়ায় এবং লোকে তাকিয়ে দেখছে জেনে তার সালাত সুন্দরভাবে আদায়ের চেষ্টা করে এটাই গোপন শিরক। (ইবন খুযাইমা)

অনিবার্য শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য রাসূল (সা) দুআ শিখিয়েছেন।

আবু মুসা বলেন, একদিন আল্লাহর রাসূল (সা) এক ভাষণে বললেন, হে লোকসকল, শিরককে ভয় কর, কারণ এটি পিঁপড়ার চুপিসারে চলার চেয়েও গুপ্ত।

যারা উপস্থিত ছিলেন তারা জিজ্ঞাসা করলেন, আমরা কিভাবে এ থেকে বেঁচে থাকব যদি তা পিঁপড়ার চলার চেয়েও গুপ্ত হয়, ইয়া রাসূলুল্লাহ?

তিনি বললেন, বল! আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা আন নুশরিকা বিকা শাইআন না’লামুহু, ওয়া নাসতাগফিরুকা লিমা লা না’লামুহু।

অনুবাদ : হে আল্লাহ, আমরা জেনে বুঝে শিরকে লিপ্ত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, আর আমরা না জেনে শিরকে পতিত হওয়ার ব্যাপারে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়