শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার চার্চে সন্ত্রাসী হামলায় নিহত ৫, আহত ৫

ইমরুল শাহেদ : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ডাগেস্তানে রোববার চার্চ ফেরত লোকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে পাঁচ জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। তবে কিজলিয়ার নামক যে গ্রামটিতে এই ঘটনা ঘটেছে, সে এলাকার বেশির ভাগ বাসিন্দাই মুসলমান।

ইসলামিক স্টেটের আমাক ওয়েবসাইটে এই হামলার দায় স্বীকার করেছে। তবে দাবির প্রেক্ষিতে তারা কোনো প্রমাণ দিতে পারেনি। ককেশীয় পার্বত্য এলাকায় চেচনিয়ার সীমান্তবর্তী এই প্রজাতন্ত্রটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর মস্কো বিচ্ছিন্নতাবাদী ও ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে দুই বার অভিযান পরিচালনা করেছে। তখনই দেখা গিয়েছিল যে, এখানকার অনেক লোকই ইসলামিক স্টেটে যোগদান করেছে।

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাটি ঘটেছে চার্চে যাওয়াদের উপর। তারা অর্থোডক্স পঞ্জিকা অনুসারে মাসলেনিটা নামে একটি খ্রিস্টিয় ছুটি উপলক্ষে চার্চে গিয়েছিলেন। তদন্তকারী কমিটির উদ্ধৃতি দিয়ে তাস বার্তা সংস্থা জানিয়েছে, দিয়ে ২২ বছর বয়সী হামলাকারী ওই এলাকারই বাসিন্দা। তাস জানিয়েছে, আশপাশে দায়িত্বরত নিরাত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। তার কাছে শিকারের রাইফেল, বুলেট ও একটি ছুরি পাওয়া গেছে।

তাস জানিয়েছে, নিহতদের সকলেই নারী। ইন্টাফেক্স বার্তা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে স্থানীয় নিরাপত্তা কর্মী, দুই জন বেসামরিক লোক, নারীও রয়েছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়