শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিমুক্ত দেশ গড়তে জনগণকে বিএনপি থেকে সরে আসার আহবান ফারুক খানের (ভিডিওসহ)

এ জেড ভূঁইয়া আনাস, হাসিব বিল্লাহ : বিএনপি অতীতে বার বার ভেঙ্গেছে এ বিষয়ে আওয়ামী লীগের কোন আগ্রহ নাই। তবে বিএনপি অনেক বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং দলের চেয়ারপারসন বেগম জিয়ার দুর্নীতি প্রমাণিত হয়ে শাস্তি ভোগ করছেন। এমন অবস্থায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে জনগণকে বিএনপি থেকে সরে আসা উচিৎ। টিভিএনএ’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অব.) ফারুক খান।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। অনেক সংসদ সদস্য ভোট বিহীন নির্বাচিত হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। আগামী নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের শুভাকাঙ্খী দেশেগুলো অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তাই সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মনে করেন তিনি।

তবে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোন সংলাপ নয় দাবি করে তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে বিএনপির কথা মতো বাংলাদেশ চলবে না। বিএনপি যদি আওয়ামী লীগের সাথে কোন সংলাপে আসতে চাই তাহলে আসুক কিন্তু নির্বাচন নিয়ে তাদের সাথে কোন আলোচনা নয়। ইভিএম ব্যবহার ও সেনাবাহিনী মোতায়নের বিষয়ে তাদের যদি কোন কথা থাকে তবে তাদের নির্বাচন কামিশনের সাথে আলোচনা করতে পারে। এ জন্য আওয়ামী লীগের সাথে কোন সংলাপের প্রয়োজন নাই বলে মনে করেন তিনি।

তত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে মামলা ছিল তা উড্ড করে নেওয়া হয়েছে। বিএনপির এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ি প্রতিটি মামলা উচ্চ আদালতে পর্যালোচনা করা হয়েছে। পরে প্রতিটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় উচ্চ আদালত তা বাতিল করে দিয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সংসদ সদস্যদের যারা জনসম্পৃক্ততা হারিয়েছে এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছে তাদের আর নতুন করে মনোনয়ন পাওয়া সম্ভবনা নেই। তাছাড়া জনপ্রিয়তা হারানো ব্যক্তিদের বাদ দিয়ে তরুণদের প্রাধান্য দিয়ে শতাধিক নতুন মুখ আসবে। যারা মনোনয়ন পেতে আগ্রহী তাদের জনপ্রিয়তা, দলের সাথে তাদের সম্পর্ক ও তৃনমূলের সাথে সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখে মনোনয়ন দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়