শিরোনাম
◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লজ্জা থাকলে খালেদা আর দুর্নীতি করবেন না (ভিডিও)

জাহিদ হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারলে, এতিমদের টাকা লুটপাট করে খেলে তার সাজা এভাবেই হয়। লজ্জা থাকলে খালদা জিয়া আর দুর্নীতি করবেন না।

বৃহস্পতিবার বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এনে লুটপাট ও মানুষ পুড়িয়ে মারা হয়।

তিনি বলেন, ‘মানুষের উপর অত্যাচার করলে আল্লাহর আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ওই বিচার এমনিতেই হয়। ওই বিচারই হচ্ছে।’

তিনি বলেন, লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টিকারী এবং এতিমের টাকা যারা লুটে খায়, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। তারা ক্ষমতা আসা মানেই দেশকে ধ্বংস করে দেয়া। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের মাঝে আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবা-মা-ভাইয়ের স্নেহ। তাই আপনাদের কাছে ওয়াদা চাই। আপনারা ওয়াদা করেন- আগামীতে নৌকায় মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়জুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনরা হাতে তুলে ওয়াদা করেন। দেবেন তো ভোট, ভোট দেবেন?’

এ সময় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে বরিশাল বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, আপনারা ওয়াদা করেন আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়