শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লজ্জা থাকলে খালেদা আর দুর্নীতি করবেন না (ভিডিও)

জাহিদ হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারলে, এতিমদের টাকা লুটপাট করে খেলে তার সাজা এভাবেই হয়। লজ্জা থাকলে খালদা জিয়া আর দুর্নীতি করবেন না।

বৃহস্পতিবার বিকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়েজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এনে লুটপাট ও মানুষ পুড়িয়ে মারা হয়।

তিনি বলেন, ‘মানুষের উপর অত্যাচার করলে আল্লাহর আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ওই বিচার এমনিতেই হয়। ওই বিচারই হচ্ছে।’

তিনি বলেন, লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টিকারী এবং এতিমের টাকা যারা লুটে খায়, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না। তারা ক্ষমতা আসা মানেই দেশকে ধ্বংস করে দেয়া। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

এসময় নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের মাঝে আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবা-মা-ভাইয়ের স্নেহ। তাই আপনাদের কাছে ওয়াদা চাই। আপনারা ওয়াদা করেন- আগামীতে নৌকায় মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়জুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনরা হাতে তুলে ওয়াদা করেন। দেবেন তো ভোট, ভোট দেবেন?’

এ সময় দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে বরিশাল বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, আপনারা ওয়াদা করেন আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়