শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট সিসির অনুমোদনেই মিশরে বিমান হামলা চালায় ইসরায়েল

সাইদুর রহমান : মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসির গোপন অনুমোদনের ভিত্তিতেই সীনাই উপদ্বীপে ইসরায়েল বিমান হামলা চালায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। কমপক্ষে ১০০ বার হামলা করা হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে বিষয়টি গোপন রাখা হয়েছে। এছাড়া মিশরের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা সিসির অনুমোদনের বিষয়টি জানেন।

ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপে গত কয়েক বছর ধরে ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার বিষয়ে ইসরায়েলের প্রতি মিশর সরকারের সমর্থন রয়েছে বলে জানা গেছে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১৪ সাল থেকে ইসরায়েল নাম-পরিচয়বিহীন বিমান, ড্রোন এবং অপ্রচলিত অস্ত্র দিয়ে সিনাই উপদ্বীপে হামলা চালিয়ে আসছে। এ কাজে আমেরিকা ও ব্রিটেনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা জড়িত। এসব কর্মকর্তা মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নিয়ে কাজ করে থাকেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ইসরায়েল ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। পত্রিকাটি দাবি করছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে- এসব গেরিলা কখনো মিশরের ভূমি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় নি। সূত্র : খালিজ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়