শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলকে সন্ত্রাসী বললেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুর

মুফতি আবদুল্লাহ তামিম: বিরোধী দলকে সন্ত্রাসী বললেন প্রেসিডেন্ট উহুর কেনিয়াত্তা। পূর্ব আফ্রিকার কেনিয়ায় গত বছর পুনরায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুর নির্বাচিত হওয়ায় বিরোধীদলীয় নেতা রালা ওডিঙ্গা প্রতিবাদ ও বিক্ষোভের করলে এমন মন্তব্য করেন উহুর।
গত মঙ্গলবার বিরোধী দল বিদ্রোহ করায় দেশে নানান অরাজকতা সহিংসতা হওয়ায় দেশটির বর্তমান প্রেসিডেন্ট রালাকে সন্ত্রাসী গোষ্ঠি হিসেবে ঘোষণা দিয়েছে।

গত বছর দেশটির বিতর্কিত নির্বাচন বয়কট করে কেনিয়ার বিরোধীদলীয় নেতা রালা ওডিঙ্গা। প্রেসিডেন্ট উহুর বিরুদ্ধে হাজার হাজার বিরুধীদল সমর্থক কেন্দ্রীয় নাইরোবিতে উহুরু পার্কে একত্রিত হয়ে সরকার বিরুধী স্লোগান দেয়। নতুন করে সরকারের অবৈধ মেয়াদ উল্লেখ করে বিক্ষোভ করে জনতা। এদিকে দেশের কয়েকটি টিভি চ্যানেল এই বিক্ষোভ সরাসরি সম্প্রচার করায় তাদের লাইসেন্স বাতিল করে দেয়ার হুমকি দেয় ক্ষমতাশীন সরকার। ছবিতে দেখা যায় ৭৩ বছর বয়সী বিরোধী দলের নেতা ওডিঙ্গা তার মাথার উপরে একটি বাইবেল ধরে শপথ গ্রহণ করে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কেনিয়াত্তা পূর্ব আফ্রিকার অর্থনৈতিক অবকাঠামো ও গণতন্ত্রকে বিনষ্ট করে ফেলছে, এখনই তার প্রতিরোধ করা দরকার।

উল্লেখ্য, এক দশক আগে নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় ১২০০ মানুষ নিহত হয়। গত বছর নির্বাচন কমিশন কেনিয়াত্তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ঘোষণার পরেই সহিংসতা শুরু হয়। সিএনএন,এবিসি স্কাই নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়