মতিনুজ্জামান মিটু : শুরু হচ্ছে নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস্ একাডেমীর আন্তঃক্লাস নৃত্য প্রতিযোগিতা।
শুক্রবার (২ফেব্রুয়ারি) থেকে শুরু হবে দু’দিনের এ প্রতিযোগিতা। নৃত্যঞ্চলের প্রায় ২০০ জন শিক্ষার্থী লোকনৃত্য, সৃজনশীল, ভরতনাট্যম, কত্থক নৃত্য পরিবেশনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ভবনের ষ্টুডিয়ো থিয়েটার হলে প্রতিদিন ১০.০০ থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত চলবে এ প্রতিযেগিতার নৃত্য। বাংলাদেশের স্বনামধন্য নৃত্য পরিচালকেরা বিচারক হিসেবে থাকবেন।