শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে ১২, ওমানে ৮৭ ধরনের কাজে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে ১২ ধরনের কাজে বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওমানেও ৮৭ ধরনের কাজে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব কাজে ওই দুই দেশের নাগরিকরা নিয়োগ পাবেন। সৌদি আরবের এ নিষেধাজ্ঞা আগামী ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরব ও ওমান সরকারের এমন ঘোষণার কারণে দেশ দুটিতে প্রবাসীদের জন্য শ্রমবাজার আরো সংকুচিত হবে। সৌদি সরকারের ঘোষিত আদেশে বলা হয়েছে, ঘড়ি, চশমা, হাসপাতাল সামগ্রী, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎচালিত সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, আবাসন উপকরণ, কার্পেট, গাড়ি ও মোটরসাইকেল, গৃহ ও অফিস আসবাবপত্র, বাচ্চাদের কাপড়, পুরুষদের আনুষঙ্গিক জিনিস, গৃহস্থালির তৈজসপত্র ও কনফেকশনারির দোকানে প্রবাসীরা কাজ করতে পারবেন না।

এ ধরনের কাজ সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে। সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ রকমের দোকানে শুধুমাত্র সৌদি নাগরিকরাই কাজ করতে পারবেন। এই নিয়মের ব্যত্যয় হলে ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির সরকার। এদিকে ওমান সরকার তাদের তথ্য ও প্রযুক্তি বিভাগের বিভিন্ন কাজসহ ৮৭টি কাজে বিদেশিদের নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান (টেলিকম), ইলেকট্রনিক্স টেকনিশিয়ান (কন্ট্রোল ইন্সট্রুমেন্ট), কম্পিউটার ইঞ্জিনিয়ার ও কম্পিউটার অপারেটরসহ ৮৭টি কাজে ওমানের নাগরিকদের নিয়োগ দিতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেয়া হবে। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়