শিরোনাম
◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৩ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গয়েশ্বরকে গ্রেফতার সরকারের অশুভ ভবিষ্যতের ইঙ্গিতবাহী : বিএনপি

শাহানুজ্জামান টিটু : গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার সরকারের অশুভ ভবিষ্যতের ইঙ্গিতবাহী বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি বলছে, সরকার কারাগারকেই বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা নির্ধারণ করে দিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও দেশের সকল মানুষই এখন নিজেদের স্বাধীন দেশটাকে কারাগার ভেবে প্রতিদিনই উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে দেন।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করে বিরোধীদলশুণ্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চায় বর্তমান সরকার। বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার জন্যই সরকার একদিকে যেমন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সপ্তাহের অধিকাংশ দিন আদালতে হাজিরা দিতে বাধ্য করছে একইভাবে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী প্রতিনিয়ত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে পথের কাঁটা দুর করতে চাচ্ছে। তিনি বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের মামলা ও আটককে তাদের প্রাত্যহিক কর্মে পরিণত করেছে। শাসকগোষ্ঠীর অহঙ্কার আর বেপরোয়া দমন-পীড়ণে দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের এই ভয়াবহ দু:শাসন থেকে মুক্তি পেতে দল-মত নির্বিশেষে সবাইকে এই স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায়কে বাসা থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ, ধিক্কার এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তির জোর দাবি করেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়