শিরোনাম
◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সহায়তায় রাজধানীতে বসছে অবৈধ বাজার (ভিডিও)

ফারমিনা তাসলিম: পুলিশের সহায়তায় স্থানীয় মহলকে চাঁদা দেয়ার মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় বসছে অবৈধ বাজার। এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তা দখল হয়ে যাচ্ছে।সিটি করপোরেশন বিভিন্ন সময়ে অভিযান চালিয়েও রাস্তা দখলমুক্ত করতে পারছে না।

ব্যস্ত নগরী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এলাকার একটি বাজার। যেখানে রাস্তার একটি অংশ দখল করে বেচাকেনা হচ্ছে মাছ ও শাকসবজিসহ বিভিন্ন ধরনের পণ্য। যানজট আক্রান্ত রাজধানীর বিভিন্ন এলাকাতেই এভাবে রাস্তা দখল করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বসে অবৈধ বাজার।

এলাকাবাসী বলেন, পুলিশ ওঠাচ্ছে আবার পুলিশই বসাচ্ছে টাকা নিয়ে এসব বাজার।

মগবাজারের মধুবাগ এলাকার সরু গলির উপর বসা অস্থায়ী দোকানগুলো থেকে প্রতিদিন চাঁদা নেয় নুরু ও সাগরসহ কয়েকজনের একটি গ্রুপ।

এলাকাবাসী জানায়, যাকে টাকা দেওয়া হয় সে আমাদের বলে ওই টাকা পুলিশ ফাঁড়িতে দিতে হয়।

কিন্তু  পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলে, আমরা বলছি কেউ টাকা চাইলে না দিতে। সরাসরি আমাদের কাছে জানাতে।

রাস্তার উপর অবৈধ দোকান ও সেখান থেকে চাঁদা আদায়ের বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অবগত থাকলেও তা বন্ধে একরকম অপারগতা প্রকাশ করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খান বলেন, আমি একদম নির্দিষ্ট করে বলে দেই। এগুলো কারা করছে ? বাজারে এখন দুইটা কমিটি। হারুন সাহেব এবং মোতালেব সাহেব। এগুলো করছে মোতালেব সাহেব। প্রশাসন বা পুলিশ তাদেরকেও হয়তো ম্যানেজ করে।

মধুবাগের মতো রাজধানীর মিরপুর, রামপুরা ও হাতিরপুলসহ বিভিন্ন এলাকার রাস্তা দখল করে অবৈধ বাজার বসে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এসব বাজারের দোকানীদের কাছ থেকে জানা যায় চাঁদা আদায়কারীদের নাম।

নগরবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকরী পদেক্ষেপ না থাকায় এসব অবৈধ দোকান ও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না।

বাজারের জন্য রাজধানীতে পর্যাপ্ত জায়গা না থাকায় যেখানে সেখানে অবৈধ বাজার বসছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তবে অনুমোদিত বাজারের সঠিক কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।

সূত্র: সময় টিভি

যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=াল-৬ঢ৮ডুঁ৯ড়্ভবধঃঁৎব=ুড়ঁঃঁ.নব

  • সর্বশেষ
  • জনপ্রিয়