লিহান লিমা: কুরুচিকর মন্তব্য করার পর এবার আফ্রিকার দেশগুলোর নেতাদের কাছে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ট্রাম্প বলেন, তিনি এই মহাদেশের মানুষদের অনেক সম্মান করেন। এর আগে আফ্রিকান ইউনিয়নকে ‘পশ্চাৎদেশ’ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।
চিঠিতে বলা হয়, ‘মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আফ্রিকা সফর করবেন। যুক্তরাষ্ট্র আফ্রিকান দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সম্পর্ক জোরদারে বিশ্বাসী।’ এতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার সৈন্যরা একে অপরের কাধেঁ কাধঁ মিলিয়ে চরমপন্থার বিরুদ্ধে লড়াই করবে এবং যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলোর সঙ্গে বৈধ অভিবাসন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।’
এর আগে শুক্রবার বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প আফ্রিকার দেশগুলোকে কুচরুচিকর মন্তব্য করার কথা সর্ম্পূণ অস্বীকার করেন। সম্মেলনে তিনি রুয়ান্ডার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের নতুন চেয়ারম্যান পল কাগেমির সঙ্গে দেখা করে তাকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তবে অনেক আফ্রিকান নেতা ড্যাভোসে তার ভাষণ বয়কট করেছিলেন।
অন্যদিকে, এর আগে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়োউরি মুসাভেনি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, আফ্রিকার দেশগুলোর নিজের সমস্যাগুলো সমাধান করা উচিত, যাতে কেউ কিছু বলার মত ক্ষমতা না রাখে। আপনি যদি দুর্বল হন তবে আপনি টিকে থাকতে পারবেন না। আফ্রিকানরা যে দুর্বল সেটি তাদেরই দুর্বলতা ও ভুল। অন্য কারো নয়। আমি ট্রাম্পকে ভালবাসি কারণ ট্রাম্প সরাসরি আফ্রিকার দেশগুলোকে তাদের স্থান দেখিয়ে দিয়েছেন। সান।