শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের নিলামের প্রথম দিন যা হল

স্পাের্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলামের প্রথম দিন ছিল শনিবার। এবার সর্বমোট ৫৭৮ জন খেলোয়াড় নিলামে উঠছে। প্রথম দিনই সর্বোচ্চ দর হাঁকিয়ে ইংলিশ অল রাউন্ডার বেন স্টোকসকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। দিনের সর্বোচ্চ বিড ১২ কোটি ৫০ লাখ ভারতীয় রুপি দিয়ে ২৬ বছর বয়সী স্টোকসকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া টেস্ট ও টি-টুয়েন্টির বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দারাবাদ ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এদিন বিস্ময়করভাবে অবিক্রীত থেকে গেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। এছাড়া প্রথমবারের মতো আইপিএল-এর নিলামে অংশ নেয়া জো রুটকেও কেনেনি কোনো দল।

প্রথম দিন খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি ব্যয় করেছে সানরাইজার্স হায়দারাবাদ। এদিন তারা মোট ব্যয় করেছে ৭২.৫ কোটি ভারতীয় রুপি। সাকিব আল হাসান ছাড়া দলটি কেনে আফগান তারকা রশিদ খান (৯ কোটি), ঋদ্ধিমান সাহা (৫ কোটি) ইউসুফ পাঠান (১.৯০ কোটি), মনিশ পান্ডিয়া (১১ কোটি) ও কেন উইলিয়ামসনের (৩ কোটি) মতো খেলোয়াড়দের।

এদিন ব্যয়ে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা নাইট রাইডার্স। দল গঠনে এখন পর্যন্ত তারা ব্যয় করেছে ৭২.৪ কোটি ভারতীয় রুপি। দলটি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস লিন ও ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কিনেছে যথাক্রমে ৯.৬০ কোটি ও ৯.৪০ কোটি রুপি দিয়ে। এছাড়া দলে ভিড়িয়েছে কুলদিপ যাদব (৫.৮০ কোটি) ও দিনেশ কার্তিকেও (৭.৪০ কোটি)।

তবে দিনের সর্বোচ্চ দর হাঁকিয়ে স্টোকসকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আজিঙ্কা রাহানে ৪ কোটি, জশ বাটলার ৪ কোটি, সঞ্জু স্যামসনকে ৮ কোটি ভারতীয় রুপিতে কিনেছে তারা। এদিন খেলোয়াড় কেনায় রাজস্থান ব্যয় করেছে ৫৬.৫ কোটি রুপি।

কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভিরকে এবার ২.৮০ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে পেতে দলটি খরচ করেছে ৯ কোটি রুপি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে কিনেছে ৪.২০ কোটি রুপি দিয়ে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক পৃথ্বি সাওকে ১.২০ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে ডেয়ারডেভিলস। দলটির প্রথম দিনের ব্যয় ৬৭.৭ কোটি রুপি।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে যুজবেন্দ্র চাহালকে ধরে রাখতে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। দলটির এ পর্যন্ত ব্যয় ৬৪.১৫ কোটি রুপি। এরমধ্যে উল্লেখযোগ্য হল ব্রেন্ডন ম্যাকলাম (৩.৬০ কোটি), ক্রিস ওকস (৭.৪০ কোটি), উমেশ যাদব (৪.২০ কোটি), কুইন্টন ডি কক (২.৮০ কোটি), মইন আলি (১.৭০ কোটি)।

ভারতীয় দলের উইকেটকিপার লোকেশ রাহুলকে এবার ১১ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৩ কোটি রুপিতে ডেভিড মিলারকে কিনতে তাদের ব্যবহার করতে হয়েছে আরটিএম কার্ড। এছাড়া যুবরাজ সিংকে ২ কোটি, রবিচন্দ্রন অশ্বিনকে ৭.৬৯ কোটি ও অ্যারন ফিঞ্চকে ৬.২০ কোটিতে কিনেছে কিংস ইলেভেন। এদিন তারা ব্যয় করেছে ৫৮.১ কোটি রুপি।

প্রথমবারের মতো নিলামে ওঠা ভারতীয় স্পিনার হরভজন সিংকে ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়া তাদের আজকের ব্যয়ের বড় অংশটা খরচ করতে হয়েছে কেদার যাদব (৭.৮০ কোটি), করন শর্মা (৫ কোটি), শেন ওয়াটসনের (৪ কোটি) পেছনে। ফ্যাফ ডু প্লেসি (১.৬০) ও ডোয়াইন ব্রাভোকে (৬.৪০ কোটি) কিনতে আরটিএম কার্ড ব্যবহার করতে হয়েছে দলটিকে।

নিলামের প্রথম দিন খেলোয়াড় কিনতে ৬৪.২ কোটি রুপি খরচ করে মুম্বাই ইন্ডিয়ান্স। আরটিএম কার্ড ব্যবহার করে তারা কিনেছে অল রাউন্ডার কাইরন পোলার্ড (৫.৪০ কোটি) ও ক্রুনাল পান্ডিয়াকে (৮.৮০ কোটি)। এছাড়া অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্সকে ৫.৪০ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান (২.২ কোটি) এ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন।

প্রথম দিন বিক্রি না হওয়াদের মধ্যে আরো রয়েছেন ইশান্ত শর্মা, পার্থিব প্যাটেল, জস হ্যাজেলউড, মিচেল জনসনের মতো খেলোয়াড়।

ধরে রাখা খেলোয়াড় :

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : বিরাট কোহলি (১৭ কোটির রুপি), এবি ডি ভিলিয়ার্স (১১ কোটি), সরফরাজ খান (৩ কোটি)।

চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিং ধোনি (১৫ কোটি), সুরেশ রায়না (১১ কোটি), রবিন্দ্র জাদেজা (৭ কোটি)।

সানরাইজার্স হায়দারাবাদ : ডেভিড ওয়ার্নার (১২.৫০ কোটি), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোটি)।

রাজস্থান রয়্যালস : স্টিভেন স্মিথ (১২.৫০ কোটি)।

মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (১৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১১ কোটি), জসপ্রিত বুমরাহ (৭ কোটি)

কলকাতা নাইট রাইডার্স : সুনিল নারিন (১২.৫ কোটি), অ্যান্ড্রু রাসেল (৮.৫ কোটি)।

কিংস ইলেভেন পাঞ্জাব : অক্ষর প্যাটেল (১২.৫ কোটি)।

দিল্লি ডেয়ারডেভিলস : ক্রিস মরিস (১১ কোটি), সুরেশ আয়ার (৭ কোটি), রিশভ পান্ত (১৫ কোটি)।-পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়