শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমেরিকা ফার্স্ট’ মানে আমেরিকা একা নয় : ড্যাভোসে ট্রাম্প

পরাগ মাঝি : ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মানে অন্যদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া নয়। গতকাল সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে এ বার্তাই দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনীতিতে নিজ দেশের অবস্থান, সম্ভাবনা ও সফলতা নিয়েও কথা বলেন তিনি।

ভাষণের শুরুতেই ট্রাম্প বলেন, ‘আমি এখানে এসেছি আমেরিকার মানুষদের প্রতিনীধিত্ব করতে। এসেছি একটি উন্নত বিশ্ব গড়তে আমাদের প্রতিশ্রæতিকে ব্যক্ত করতে।’ তিনি এমন এক পৃথিবীর কথা বর্ণনা করেন যেখানে সকল মানুষ নিজের উন্নয়ন ঘটাতে পারবে, প্রত্যেক শিশু দারিদ্র্যতা এবং ভয়মুক্তভাবে বেড়ে উঠবে।

ভাষণে ট্রাম্প সারা বিশ্বের প্রতি আহŸান জানিয়ে বলেন, ‘আমেরিকা ব্যবসার জন্য উন্মুক্ত।’ তিনি মার্কিন অর্থনীতির গুণগান করে জানান, শক্তিশালী অবস্থানে আছে তার দেশের প্রবৃদ্ধি। শুধু তাই নয়, স্টক মার্কেট অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। কয়েক দশকের মধ্যে মার্কিন অর্থনৈতিক আত্মবিশ্বাস এখন সর্বোচ্চ অবস্থানে রয়েছে। তিনি বিনিয়োগকারীদের আমেরিকায় বিনিয়োগের আহবান জানান।

সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমেরিকায় বিনিয়োগের জন্য এখনই আপানাদের সেরা সময়।’

তিনি আরও বলেন, আমি আমেরিকায় বিশ্বাস করি। আমি আমেরিকাকেই প্রথমে রাখবো; এখানে উপস্থিত অন্য নেতারা যেমন নিজ দেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন।’

ভাষণে উত্তর কোরিয়া প্রসঙ্গও টানেন ট্রাম্প। তিনি বলেন, কোরিয়াকে পরমানু মুক্ত করতে আমাদের সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে।

শ্রমিকদের প্রতি ভালোবাসার কথা উচ্চারণ করেন ট্রাম্প। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের মতো দেশের প্রেসিডেন্ট হিসেবেও তিনি একজন চিয়ার লিডারের দায়িত্ব পালন করেন বলেন জানান। যার মাধ্যমে তিনি তার কর্মী ও দেশের মানুষকে সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করেন।

ভাষণ পরবর্তী মত বিনিময়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লস শোয়াবের এক প্রশ্নের জবাবে ট্রাম্প গণমাধ্যমকে আক্রমণ করেন। তিনি জানান, প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি জানতেনই না যে, কতো বাজে, কতো দুষ্ট এবং কতো ভূয়া হতে পারে গণমাধ্যম। সিএনএন লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়