সাইদুর রহমান : সৌদি আরবে দুর্নীতির অভিযোগে জব্দকৃত অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী মুহাম্মাদ জাদআন। জাদআন, দ্রব্যমূল্য কমানো, উন্নয়মমূলক কাজসহ সৌদি নাগরিকদের পিছনে ব্যয় করা হবে।
সৌদি অর্থমন্ত্রী জাদআন ডাভোসে আন্তর্জাতিক ফোরামে অংশ নেয়ার সময় আল-আরাবিয়্যাহ চ্যানেলের সাথে সাক্ষাতকালে বলেন, সৌদি বাদশাহ সরকারি কর্মকর্তাদের জন্য যে বিশেষ ভাতার ঘোষণা করেছেন সেই ফান্ডে জব্দকৃত অর্থ ব্যবহার করা হবে।
সৌদি কর্তৃপক্ষ ইতিপূর্বে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে যেসব রাজ পরিবারের সদস্য এবং ধনাঢ্য ব্যক্তিদের গ্রেফতার করে পাঁচ তারকা হোটেল ‘রেটজ কার্লটোনে’ আটক রেখেছিল আর্থিক সমঝোতার পর তাদের ছেড়ে দিয়েছে। কয়েক বিলিয়ন ডলার বিনিময়ে রাজবন্দিরা মুক্তির চুক্তি করেছেন সৌদি সরকারের সাথে। সূত্র : ইয়েনি সাফাক