শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন

মাসুদ মিয়া: দেশের পুাঁজবাজার টানা চার কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বুধবার মূল্যসূচকের পতন হয়েছে। মূল্যসূচকের পাশাপাশি এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। তবে সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল ডিএসইতে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯ লাখ টাকা।

ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

বুধবার ডিএসইতে মোট ৪২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৫৬২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ পয়েন্টে।

টাকার অংকে ডিএসইতে সর্বাধিক লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৩ লাখ টাকার। আর ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে আজ লেনদেন হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১২০টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়