শিরোনাম
◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্যের সম্মান রক্ষায় ছাত্রলীগ গিয়েছিল: সোহাগ

ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, অছাত্রদের হামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধার করতে ও উপাচার্যের সম্মান রক্ষায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেখানে গিয়েছিল।

আজ মঙ্গলবার হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফুর রহমান এসব কথা বলেন।

ছাত্রলীগের সভাপতি বলেন, ছাত্রলীগ সেখানে মারামারি করতে যায়নি। ছাত্রদল, জামায়াত-শিবির এবং কিছু বাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ ও তাঁর ওপর হামলা করেছে শুনে সেখানে গিয়েছিল। তিনি এ সময় উপাচার্য ও প্রক্টর কার্যালয়ের ফটক ভাঙচুরকারীদের বহিষ্কারেরও দাবি জানান।

‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে কিছু বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মী, ডাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করতে গেলে তাঁদের ওপর তাণ্ডব চালায় ছাত্রলীগ । প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে ‘উদ্ধার’ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অন্তত ৪০ জন আহত হন। এর পরপরই মধুর ক্যানটিনে সাইফুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। সে সময় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান উপস্থিত ছিলেন। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়