শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি ত্যাগ করলো শিবসেনা; ২০১৯ সালের নির্বাচনে একাই লড়বে

সাইদুর রহমান : বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিল বিজেপির সব থেকে পুরনো শরিক শিবসেনা। মঙ্গলবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দলের মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একাই লড়বে বিজেপি।

বিজেপি - শিবসেনার দড়ি টানাটানি যদিও নতুন নয়। ২০১৪ বিধানসভা নির্বাচনের আগেও এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল শিবসেনা। আলাদা আলাদা নির্বাচনে লড়ে বিজেপি পেয়েছিল ১২২টি আসন। শিবসেনা পায় ৬৩টি আসন। ২৮৮ আসনের বিধানয়ভায় সরকার গড়তে দরকার ১৪৪টি আসন। ফলে ফের হাত ধরতে হয় দুই দলকে।

তবে সেই জোট বেশী সুখের হয়নি। প্রথম থেকেই বিবাদে জড়ায় দু'পক্ষ। বার বার শিবসেনার তরফে এনডিএ ছাড়ার হুমকি দেওয়া হতে থাকে। কেন্দ্রে মোদী সরকারের একাধিক পদক্ষেপের বিরোধিতায় সরব হয় শিবসেনা। যার জেরে অস্বস্তি বাড়ে বিজেপির।

মঙ্গলবার শিবসেনা জাতীয় কর্মসমিতির বৈঠকে জোট ছাড়ার প্রস্তাব পেশ করেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত। প্রস্তাবের পক্ষে সমর্খন জানান বাকি সদস্যরা। শিবসেনা সমর্থন প্রত্যাহার করলে মহারাষ্ট্রে সংখ্যালঘু হয়ে পড়ল দেবেন্দ্র ফড়নবীসের সরকার। সরকার বাঁচাতে বিজেপির দরকার ২২টি আসন। মহারাষ্ট্রে কংগ্রেসের হাতে রয়েছে ৪২টি আসন। এনসিপির হাতে রয়েছে ৪১টি।

সেক্ষেত্রে বিজেপির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জাতীয় রাজনীতির সমীকরণ বদলে দিতেই পারে শরদ পাওয়ারের দল। লোকসভায় শিবসেনার ১৮ জন সাংসদ রয়েছেন। রাজ্যসভায় রয়েছেন ৩ জন সাংসদ। মোদী মন্ত্রিসভায় বর্তমানে শিবসেনার ১ জন মন্ত্রী রয়েছেন। সূত্র : জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়