শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন আইভী

রবিন আকরাম: রাজধানীর ল্যাব এইড হাসপাতাল ছাড়ার আগে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাওয়ার আগে সাংবাদিকেদর কাছে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরবেন তিনি।

সোমবার রাতে ল্যাব এইড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেনিন বলেন, মঙ্গলবার মেয়র আইভী হাসপাতাল ছাড়বেন। বাড়ি যাওয়ার আগে সংবাদ সম্মেলন করবেন।

গত ১৮ জানুয়ারি বিকালে সিটি ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। ওই দিন বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। তার চিকিৎসার জন্য হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী, আবদুজ জাহেদসহ পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়।

দুই দিন পর্যবেক্ষণ শেষে গত ২০ জানুয়ারি রাত আটটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানান অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী। তিনি জানান, স্ট্রোকের কারণে তার মস্তিষ্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ হয় মেয়র আইভী ও সাংসদ শামীম ওসমানের কর্মী-সমর্থকদের মধ্যে। এ ঘটনায় বিব্রত ও ক্ষুব্ধ আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের এই চিরবৈরী দুই নেতাকে ঢাকায় তলব করার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আগের দিন অসুস্থ হয়ে পড়েন আইভী। সূত্র: আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়