শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত পাকিস্তান

[caption id="attachment_438270" align="alignleft" width="500"] সরফরাজের মতোই এভাবে গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন। আজ ওয়েলিংটনে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৃশ্য। ছবি: ক্রিকইনফো[/caption]

আক্তারুজ্জামান: নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে কোন প্রকার প্রতিরোধ না গড়েই হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এরপর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু ঘুরে তো দাঁড়ানো হলোই না বরং ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সরফরাজদের।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে বিপদের মধ্যে দিয়েই ইনিংস শুরু করে। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২২ রানে ৪ উইকেট। যার মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ফখর জামান (৩) ও উমর আমিন (০)। এদের সাথেই মোহাম্মদ নেওয়াজ (৭) ও হ্যারিস সোহেল (৯)।

তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ১০৫ রানের ছোটো খাটো একটা সংগ্রহ এনে দেন বাবর আজম। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। আর শেষ দিকে হাসান আলী ১২ বলের ঝড়ো ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন। কিউইদের পক্ষে টিম সাউদি ও সেথ র‌্যান্স নেন ৩ টি করে উইকেট। এছাড়া মিচেল স্যান্টনার নেন ২ উইকেট।

১০৬ রানের ছোট লক্ষ্যকে পাড়ি দিতে যেয়ে শুরুতে হঠাৎ করেই বিপদে পড়ে ব্ল্যাকক্যাপসরা। দলীয় ৮ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। এরপর অবশ্য আর চিন্তায় পড়তে হয়নি নিউজিল্যান্ডের। কলিন মুনরো, টম ব্রুস ও রস টেইলরের ব্যাটে চড়ে ২৫ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় টিম সাউদির টিম।

৪৩ বলে অনবদ্য ৪৯ রানের ইনিংস খেলা কলিন মুনরো ম্যাচ সেরা নির্বাচিত হন। অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়