শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত পাকিস্তান

[caption id="attachment_438270" align="alignleft" width="500"] সরফরাজের মতোই এভাবে গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন। আজ ওয়েলিংটনে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৃশ্য। ছবি: ক্রিকইনফো[/caption]

আক্তারুজ্জামান: নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে কোন প্রকার প্রতিরোধ না গড়েই হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এরপর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু ঘুরে তো দাঁড়ানো হলোই না বরং ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সরফরাজদের।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে বিপদের মধ্যে দিয়েই ইনিংস শুরু করে। ৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ২২ রানে ৪ উইকেট। যার মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ফখর জামান (৩) ও উমর আমিন (০)। এদের সাথেই মোহাম্মদ নেওয়াজ (৭) ও হ্যারিস সোহেল (৯)।

তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ১০৫ রানের ছোটো খাটো একটা সংগ্রহ এনে দেন বাবর আজম। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। আর শেষ দিকে হাসান আলী ১২ বলের ঝড়ো ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন। কিউইদের পক্ষে টিম সাউদি ও সেথ র‌্যান্স নেন ৩ টি করে উইকেট। এছাড়া মিচেল স্যান্টনার নেন ২ উইকেট।

১০৬ রানের ছোট লক্ষ্যকে পাড়ি দিতে যেয়ে শুরুতে হঠাৎ করেই বিপদে পড়ে ব্ল্যাকক্যাপসরা। দলীয় ৮ রানে হারিয়ে ফেলে ২ উইকেট। এরপর অবশ্য আর চিন্তায় পড়তে হয়নি নিউজিল্যান্ডের। কলিন মুনরো, টম ব্রুস ও রস টেইলরের ব্যাটে চড়ে ২৫ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় টিম সাউদির টিম।

৪৩ বলে অনবদ্য ৪৯ রানের ইনিংস খেলা কলিন মুনরো ম্যাচ সেরা নির্বাচিত হন। অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি। বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়