শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা হচ্ছেন দেশের শেষ আলো : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী 

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা হচ্ছে দেশের শেষ আলো। এই আলোকে নিভতে দেয়া যাবে না। জ্বালিয়ে রাখতে হবে। বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকার পক্ষে সবাইকে সমবেত থাকার আহ্বান জানান

প্রতিমন্ত্রী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের শ্রীশ্রী কালিমন্দিরে ষোল প্রহরব্যাপী বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানের সূচনালগ্নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোববার মন্দির প্রাঙ্গনে নামযজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি প্রনয় কান্তি সূত্রধর এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসনে, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি হোসাইন মোহাম্মদ হাই জকি প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে  সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার দিব্য রঞ্জন দে, পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, ওসি হারুণ রশিদ চৌধুরী, নামষজ্ঞানুষ্ঠান উদযাপন পরিষদের উপদেষ্টা বিনয় ভূষণ বণিক, সাধারণ সম্পাদক সমীর মোহন দেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, প্যানেল মেয়র সফিক মিয়া, কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবছরের ন্যায় এবারো গুনীজন সংবর্ধনা প্রদাণ করা হয়। এ বছর মানস কুমার চৌধুরী মন্টু, সুনীল চন্দ্র গোপ, অনিল চন্দ্র দেব, মরনোত্তর উপেন্দ্র দেবনাথ, জগদিশ সূত্রধর, জগৎজ্যোতি রায় নিতাইকে সংবর্ধনা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়