আশিস গুপ্ত, নয়াদিল্লি: ভারতের উত্তর-পশ্চিম দিল্লির বাওয়ানা শিল্প এলাকায় একটি বাজির কারখানায় বিধ্বংসী আগুনে ১৭জনের মৃত্যু হয়েছে। এদেরে মধ্যে ১০ জন নারী। আহত হয়েছেন আরো দুজন।
শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।দমকলের দশটি ইঞ্জিন চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অগ্নিকান্ডের কারণ খুঁজে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লেগে আতশবাজি কারখানার দ্বিতীয় তলায় ১৩ জন, প্রথম তলায় তিনজন ও বেজমেন্টে একজন নিহত হন। প্রথম তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।