মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের কর্মরত ২২জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা চাকুরী জাতীয় করণের দাবিতে ৩ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করছে।
গতকাল শনিবার থেকে সারা দেশের ন্যায় কমিউনিটি হেল্থকেয়ার প্রোভাইডার এসোসিয়েশন ফুলবাড়ী শাখার উদ্যোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের কর্মরত ২২জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা চাকুরী জাতীয় করণের দাবীতে অবস্থান কর্মসূচী অবস্থান কর্মসূচি শুরু করেছে।
অবস্থান কর্মসূচী পালন কালে উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কমার রায় ও সাধারন সম্পাদক মো. মোমিনুল ইসলাম জানান, বর্তমানে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা প্রকল্পর অধিন কাজ করছে। ২০১৩ সালে তাদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভূক্ত করার উদ্যোগ নিলেও তা আজো বাস্তবায়িত হয়নি। তারা বলেন, তাদের চাকুরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আন্দোল চালিয়ে যাবেন। এ অবস্থান কর্মসূচী চলবে ২০ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত।
বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল ইসালামের সাথে কথা বললে তিনি জানান, সিএইচসিপিরা তাদের দাবী নিয়ে আন্দোলন করেছে তাই বলে ক্লিনিক বন্ধ থাকবে না। আমার বিকল্প ব্যবস্থায় স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সচল রাখব।