তিনি আরও বলেন, মিয়ানমার চাচ্ছে কিভাবে এই সমস্যাটা দীর্ঘায়িত করা যায় এবং আন্তর্জাতিকভাবে যে চাপটা আছে আস্তে আস্তে করে তা দীর্ঘায়নের ফলে স্থিমিত হয়ে যায়। তাহলে এই সমস্যাটি বাংলাদেশের একতরফা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ, প্রতিদিন যদি ৩০০ জন করে পরিবার ভিত্তিক রোহিঙ্গা নেয়, তাহলে দশ লাখ রোহিঙ্গা নিতে তাদের কত বছর লাগবে? দুই বছরে আদৌও কী সম্ভব? সম্পূর্ণ বিষয়টিই হচ্ছে তাদের একটা অপকৌশল। তারা চেষ্টা করছে কিভাবে সমস্যাটি বাংলাদেশের উপর চাপানো যায়। এই বিষয়টিই পরিলক্ষিত হচ্ছে তাদের আচারণে।
সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন