ডেস্ক রিপোর্ট : ক্রমশ মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে। প্রতিবাদ করছে না বিপদে পড়ার ভয়ে। মানবাধিকারের বিষয়টি ক্রমশ নেতিবাচক হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে এসে মানবাধিকার চর্চা করতে হবে। বৃহস্পতিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) আয়োজিত এক সভায় বক্তারা এ আহ্বান জানান।
এমএসএফ-এর যাত্রারম্ভ উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
সমকাল’র খবরে জানা গেছে, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী খুশী কবির, ব্যারিস্টার সারা হোসেন, জাকির হোসেন, এমএসএফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমুখ।