শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ক্রুটি মুক্ত নয় : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : "ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয়। আমি স্বীকার করি ব্যাকিংখাতকে পূর্ণাঙ্গভাবে ত্রুটিমুক্ত করা যায়নি। তবে আমাদের চেষ্টার কমতি আছে বলে মনে করি না। এগুলো কার্যকর করতে একটু সময় লাগে" বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকিং খাতকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার বিবরণ দিয়েও এসব মন্তব্য করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদেও শীতকালীন অধিবেশনে বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

সংসদের কার্য প্রণালী বিধির ১৩৭ ধারা বলে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম ও ত্রুটিমুক্তভাবে পরিচালিত করার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক’। বেসরকারি সদস্যদেও কার্য দিবসে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেন সরকার দলীয় সদস্য মো: ইসরাফিল আলম (নওগাঁ-৬)। আরো ১০ জন এমপি প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে সংশোধনী প্রস্তাব আনেন।

নোটিশের জবাবে অর্থমন্ত্রী বলেন, মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন সেখানে তিনি যা চেয়েছেন, সেটি হচ্ছে এসব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। দেশের ব্যাংকসমূহের অনিয়ম ও ত্রুটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু হয় এবং এক সময় মারাত্মক আকার ধারণ করে।

এসময় তিনি আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিংখাতের সুশাসন নিশ্চিতে সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, একসময় ডিফল্ট ঋণ হয়ে ছিল ৪০ শতাশং। এখন আছে-১১/১২ শতাংশ। ২০১৩ সালে সরকার ব্যাংকিং আইন সংশোধন করে। এটা একটা চলামান প্রসেস। দু‘দিন আগে আরেকটি সংশোধনী পাস করেছি। এসময় অর্থমন্ত্রী ইসরাফিল আলমের প্রস্তাবটি প্রত্যাহার করার অনুরোধ জানান। পরে স্পিকার ১৩৮ বিধি মোতাবেক তা প্রত্যাহারের আহবান জানালে তিনি তা প্রত্যাহার করে নেন।

এর আগে ইসরাফিল আলম বলেন, বর্তমান সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে যে উন্নয়ন হয়েছে ইতিপূর্বে বাংলাদেশ নয় তৃতীয় বিশ্বের কোন দেশেই এত দ্রুত এত উন্নয়ন করতে পারেনি। এজন্য গৌরব বোধ করি। কিন্তু আমাদের আর্থিক ও ব্যাংকিং সেক্টর নিয়ে সবসময় কোন না কোন বিতর্ক সমস্যা এবং সমালোচনা আমাদেরকে প্রায়ই বিব্রত করে। আমাদেরকে বাকরুদ্ধ করে, হতাশ করে। যারা এসব আইন প্রয়োগের দায়িত্বে আছে, প্রতিরোধ নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের ব্যর্থতার জন্য আর্থিক সেক্টর বিপর্যয়ের মুখে বিপন্নতার মুখে পতিত হয়েছে। আর তার দায়িত্ব সরকার ও সংসদকে গ্রহণ করতে হচ্ছে। আওয়ামী লীগকেও বহন করতে হচ্ছে।

তিনি আরো বলেন, অর্থনৈতিক সাফল্য অনেকটাই ম্লান হয়ে গেছে ব্যাংক খাতের কিছু কিছু বিশৃঙ্খলার কারণে। এ খাতে শুদ্ধাচার প্রতিপালনে ব্যর্থ হলে দেশের অগ্রগতি বাধা পড়বে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র পরিচালনার সঙ্কট দৃশ্যমান হয়ে ওঠে। বিদায়ী বছরে ব্যাংক খাত নড়বড়ে অবস্থায় পড়েছে। ৫৭টির মধ্যে ২০টির মত আর্থিক অবস্থা ছিলো দৃশ্যমানভাবে খারাপ। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়