শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পদ্মাবত’ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি: রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাইদ: ‘পদ্মাবত’ ছবির প্রদর্শন নিয়ে সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে বলে জানাল রাজস্থান সরকার। ‘পদ্মাবত’ মুক্তির ওপর নিষেধাজ্ঞায় বৃহস্পতিবার স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি আমরা। তবে সেইসঙ্গে তিনি জানান, শীর্ষ আদালতের রায় খতিয়ে দেখবেন তাঁরা। তাঁর দপ্তর শীর্ষ আদালতের রায় খতিয়ে দেখে আইন বিভাগ ও আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করবে। রাজ্যের আইনমন্ত্রী রাজেন্দ্র রাঠোর বলেন, তাঁর দপ্তর আদালতের নির্দেশ খতিয়ে দেখবে, তারপরই এ ব্যাপারে রাজ্য সরকারের অবস্থান পুনর্বিবেচনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে প্রশ্ন করা হলে কাটারিয়া বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে সরকার। কার্নি সেনা নামে যে ক্ষুদ্র গোষ্ঠী বরাবর ছবিটির কট্টর বিরোধিতা করে এসেছে, তারা জানিয়ে দিয়েছে, পদ্মাবত দেখাতে দেবে না। রাজপুতরা ছবির বিরুদ্ধে রাস্তায় নামবে বলে জানিয়ে সংগঠনের সভাপতি মহিপাল সিংহ মাকরানা বলেছেন, জনতা কার্ফু হবে। সিনেমা হল মালিকরা আমাদের সমর্থন করছেন। সরকার, আদালত, সিবিএফসি, সঞ্জয় লীলা বনশালীই দায়ী হবেন যদি আইনশৃঙ্খলাজনিত সমস্যা দেখা দেয়। চিতোরগড়ে রাজপুত গোষ্ঠীর সদস্যরা সু্প্রিম কোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করেছেন। জওহর স্মৃতি সংস্থানের কোষাধ্যক্ষ নরপত সিংহ বলেন, আদালতের নির্দেশ তাঁদের ভাবাবেগে আঘাত করেছে, ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ দিনদিন জোরদার হচ্ছে। চিতোরগড়ের রাজপুত মহিলাদের একটি সংগঠনের নেত্রী মঞ্জুশ্রী শেখাওয়াত ২১ জানুয়ারি মিছিল বের করে ২৪ জানুয়ারি জওহর ব্রত অর্থাত আত্মাহুতির শপথ নেবেন বলে জানান। সূত্র: দি ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়