শিরোনাম
◈ বিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি ◈ একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মহিলাদের গায়ে হাত, দুটো একসাথে চলতে পারে না: শফিকুর রহমান ◈ সাবেক ফিফা সভাপতির বিশ্বকাপ বয়কটের ডাক ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা'ম'লা, ময়লা পানি ও ডিম নিক্ষেপ (ভিডিও) ◈ আগামী সরকারের যত চ্যালেঞ্জ: জ্বালানি নিরাপত্তা, এলএনজি চাপ ও বিদ্যুৎ খাতের ভবিষ্যৎই বড় রাজনৈতিক পরীক্ষা ◈ দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বিশ্বকাপ ক্রিকে‌টের প্রস্তুতি ম্যাচে ইতালির ইতিহাস

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি’র স্ত্রীরাও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী কতিপয় শর্ত পালন সাপেক্ষে সংসদ সদস্যদের স্ত্রীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে কোন বাধা নে

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগ্নেয়াস্ত্রের নীতিমালা ২০১৬ অনুযায়ী শর্ত সাপেক্ষে ৩০ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত শারিরীক ও মানসিকভাবে সক্ষম বাংলাদেশের সকল নাগরিকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের অপর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার লক্ষ্যে বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন পদবির ৩৩ হাজার ১০২ টি এবং চলতি মেয়াদে প্রধানমন্ত্রী অনুমোদিত ৫০ হাজার পদ সৃজনের অংশ হিসেবে ৪৫ হাজার ৪৩৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, পুলিশ ও জনসংখ্যার অনুপাত ক্রমন্বয়ে হ্রাস পাচ্ছে। ভবিষ্যতে এ অনুপাত আরও কমিয়ে আনার লক্ষ্যে পুলিশের জনবল বৃদ্ধিও বিষয়টি বিবেচনা করা হবে।

মাদক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ: অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, মাদক নিয়ন্ত্রণ করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুব সমাজ খুব সহজেই হাতের কাছে মাদক দ্রব্য পেয়ে যাচ্ছে। আমরা কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিচ্ছি। পুলিশ র‌্যাব বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থায় আছে। তারপরেও মাদক আসছে। এতো ছোট জিনিসি যে এটা দ্রুতই ছড়িয়ে পড়ে। মাদক চক্রের হাতে রয়ে গেছে। এমপি, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এনজিও, ইমাম সবাইকে বলেছি। এর বিরুদ্ধে দাড়াতে। আমরা সামাজিক আন্দোলন গড়ে তোলা ও প্রশাসনিক কঠোরতা অব্যাহত রাখার মাধ্যমে মাদক নির্মূল করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স সেটা আমরা অব্যহত রেখে সফল হব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়