শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল’ রিপোর্টার্স ফোরামের মানববন্ধন

শুভ মাহফুজ : যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।

১৭ জানুয়ারি বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আশুতোষ সরকার। তিনি বলেন, নারী কেলেঙ্কারির অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিষয়ে রিপোর্ট করেছেন সাংবাদিক আব্দুল্লাহ তুহিন ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন।

তিনি বলেন, এই দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করেছেন, তারা কোনো অন্যায় করেননি। অথচ পুলিশ কর্মকর্তা মিজান এই দুই সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে অন্যায় করেছেন। ন্যাক্কারজনক এ ঘটনায় পুলিশ মিজানের শাস্তি দাবি করেন ফোরামের সভাপতি আশুতোষ সরকার।

ফোরামের সদস্য এনামুল হক বলেন, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন্ অপকর্ম জাতির সামনে তুলে ধরায় সাংবাদিক আব্দুল্লাহ তুহিন ও নেসারুল হক খোকনকে হত্যার হুমকি দিয়েছে ডিআইজি মিজান। অবিলম্বে মিজানুর রহমানকে শাস্তির আওতায় এনে তার বিরুদ্ধে করা তদন্ত রিপোর্ট জাতির সামনে প্রকাশ করার দাবি জানান তিনি।

এছাড়া মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আজিজুল ইসলাম পান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাশহুদুল হক, সাবেক সেক্রেটারি দিদারুল আলম দিদার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াসিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক, কার্যনির্বাহি কমিটির সদস্য আব্দুল জাব্বার খান, মেহেদী হাসান ডালিম। সাংবাদিক ফজলুল হক মৃধা, আহমেদ আল আমীন, তানভীর আহমেদ, এস এম নূর মোহাম্মদ, মেহেদী হাসান পিয়াস, মোসাদ্দেক আহমেদ বশির, বাহাউদ্দিন আল ইমরান, এসএম আশিকুজ্জান ও ব্যারিস্টার সরোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়