শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল’ রিপোর্টার্স ফোরামের মানববন্ধন

শুভ মাহফুজ : যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।

১৭ জানুয়ারি বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আশুতোষ সরকার। তিনি বলেন, নারী কেলেঙ্কারির অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিষয়ে রিপোর্ট করেছেন সাংবাদিক আব্দুল্লাহ তুহিন ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন।

তিনি বলেন, এই দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করেছেন, তারা কোনো অন্যায় করেননি। অথচ পুলিশ কর্মকর্তা মিজান এই দুই সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে অন্যায় করেছেন। ন্যাক্কারজনক এ ঘটনায় পুলিশ মিজানের শাস্তি দাবি করেন ফোরামের সভাপতি আশুতোষ সরকার।

ফোরামের সদস্য এনামুল হক বলেন, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন্ অপকর্ম জাতির সামনে তুলে ধরায় সাংবাদিক আব্দুল্লাহ তুহিন ও নেসারুল হক খোকনকে হত্যার হুমকি দিয়েছে ডিআইজি মিজান। অবিলম্বে মিজানুর রহমানকে শাস্তির আওতায় এনে তার বিরুদ্ধে করা তদন্ত রিপোর্ট জাতির সামনে প্রকাশ করার দাবি জানান তিনি।

এছাড়া মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আজিজুল ইসলাম পান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাশহুদুল হক, সাবেক সেক্রেটারি দিদারুল আলম দিদার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াসিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক, কার্যনির্বাহি কমিটির সদস্য আব্দুল জাব্বার খান, মেহেদী হাসান ডালিম। সাংবাদিক ফজলুল হক মৃধা, আহমেদ আল আমীন, তানভীর আহমেদ, এস এম নূর মোহাম্মদ, মেহেদী হাসান পিয়াস, মোসাদ্দেক আহমেদ বশির, বাহাউদ্দিন আল ইমরান, এসএম আশিকুজ্জান ও ব্যারিস্টার সরোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়