শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৬৪ ভরি স্বর্ণের গহনাসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ স্বর্ণের গহনা আটক করা হয়। এসময় আটক করা হয় চোরাকারবারী কামাল হোসেনকে।
আটক চোরাকারবারী কামাল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলা পাড়ার মৃত মুনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক দিয়ে চোরাচালানের মালামাল যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ।
সেখানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে দুইটি বাক্স ও চোরাকারবারী কামাল হোসেনকে আটক করা হয়। বাক্স থেকে ৬৪ ভরি স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা। পরে স্বর্ণের গহনাসহ চোরাকারবারীকে থানায় নেয়া হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল), দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় এসে পুলিশের এ ধরণের চোরাচালান বিরোধী অভিযানের প্রশংসা করেন। সম্পাদনা: উমর ফারুক রকি