শিরোনাম

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ থেকে বাঁচতে জাপানে শহর জুড়ে অ্যালার্ট

সাঈদা মুনীর: জাপানে জনপ্রিয় ও দামী পটকা মাছটির স্থানীয় নাম ফুগু। বিষাক্ত পটকা মাছ খাওয়া থেকে বাসিন্দাদের বিরত করতে জাপানের একটি শহরে জরুরী সতর্কাবস্থা জারী করা হয়েছে।

জাপানের গামাগোরি শহরের একটি সুপার মার্কেট থেকে পাঁচটি পটকা মাছ বিক্রি হয়েছিল, ভুলক্রমে যে মাছগুলোর বিষাক্ত যকৃৎ অপসারণ করা হয়নি। বিষয়টি জানার পর ক্রেতাদের খুঁজে বের করার চেষ্টা করা হয়। তিনজন ক্রেতাকে খুঁজে পাওয়া গেলেও, দুজনের এখনো খোঁজ মেলেনি। যেগুলো খেলে মানুষের মৃত্যু হতে পারে। কারণ এই বিষের কোন প্রতিষেধক নেই।

জাপানে মাছটি 'ফুগু' নামে পরিচিত। শীতকালীন জনপ্রিয় ও দামী এই মাছটি সুসির সঙ্গে কাঁচা বা সুপের সঙ্গে খাওয়া হয়। তবে মাছটির যকৃৎ, পাকস্থলী বা চামড়ায় বিষাক্ত উপাদান থাকে, যা শুধুমাত্র বিশেষপ্রক্রিয়ায় অপসারণ করা যায়।

শহর কর্তৃপক্ষ বলছে, এই মাছটি না খাওয়ার জন্য তারা সব বাসিন্দার কাছে অনুরোধ জানিয়েছেন। মাছ বা মাছের বিষাক্ত অংশটি ফেরত দেয়ার জন্যও তারা অনুরোধ করেছেন। প্রতি বছর জাপানে এ ধরণের মাছ থেকে বেশ কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়