শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলো বিঘ্নিত দিনশেষে ১১৮ রানে পিছিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের তৃতীয় দিনের খেলায় আলো স্বল্পতার কারণে তৃতীয় সেশন মাঠেই গড়াইনি। তবুও দিনশেষে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। সোমবার ম্যাচের তৃতীয় দিনশেষে ১১৮ রানের লিডে রয়েছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে আটটি উইকেট।

ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৯০ রান করে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ১ রান করে আউট হন। ওয়ানডাউনে নেমে হাশিম আমলাও ১ রান করে ফিরে যান। দিন শেষে ডেন এলগার ৩৬ রান করে ও এবি ডি ভিলিয়ার্স ৫০ রান করে অপরাজিত থাকেন।

গত শনিবার শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৩৫ রানে গুটিয়ে যায় তারা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩০৭ রান তুলতে সক্ষম হয়। এতে ২৮ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

কেপটাউন টেস্টে ব্যর্থ কোহলি এদিন সেঞ্চুরি তুলে নেন। দলের পক্ষে কোহলি করেন ১৫৩ রান। ওপেনার মুরালি বিজয় করেন ৪৬ রান। আর রবীচন্দ্রন অশ্বিন করেন ৩৮ রান। এছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেসার মরনি মরকেল পাঁচটি উইকেট নেন। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়