শিরোনাম
◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলো বিঘ্নিত দিনশেষে ১১৮ রানে পিছিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের তৃতীয় দিনের খেলায় আলো স্বল্পতার কারণে তৃতীয় সেশন মাঠেই গড়াইনি। তবুও দিনশেষে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। সোমবার ম্যাচের তৃতীয় দিনশেষে ১১৮ রানের লিডে রয়েছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে আটটি উইকেট।

ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৯০ রান করে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ১ রান করে আউট হন। ওয়ানডাউনে নেমে হাশিম আমলাও ১ রান করে ফিরে যান। দিন শেষে ডেন এলগার ৩৬ রান করে ও এবি ডি ভিলিয়ার্স ৫০ রান করে অপরাজিত থাকেন।

গত শনিবার শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৩৫ রানে গুটিয়ে যায় তারা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩০৭ রান তুলতে সক্ষম হয়। এতে ২৮ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

কেপটাউন টেস্টে ব্যর্থ কোহলি এদিন সেঞ্চুরি তুলে নেন। দলের পক্ষে কোহলি করেন ১৫৩ রান। ওপেনার মুরালি বিজয় করেন ৪৬ রান। আর রবীচন্দ্রন অশ্বিন করেন ৩৮ রান। এছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেসার মরনি মরকেল পাঁচটি উইকেট নেন। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়