শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলো বিঘ্নিত দিনশেষে ১১৮ রানে পিছিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের তৃতীয় দিনের খেলায় আলো স্বল্পতার কারণে তৃতীয় সেশন মাঠেই গড়াইনি। তবুও দিনশেষে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। সোমবার ম্যাচের তৃতীয় দিনশেষে ১১৮ রানের লিডে রয়েছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে আটটি উইকেট।

ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৯০ রান করে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ১ রান করে আউট হন। ওয়ানডাউনে নেমে হাশিম আমলাও ১ রান করে ফিরে যান। দিন শেষে ডেন এলগার ৩৬ রান করে ও এবি ডি ভিলিয়ার্স ৫০ রান করে অপরাজিত থাকেন।

গত শনিবার শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৩৫ রানে গুটিয়ে যায় তারা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩০৭ রান তুলতে সক্ষম হয়। এতে ২৮ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

কেপটাউন টেস্টে ব্যর্থ কোহলি এদিন সেঞ্চুরি তুলে নেন। দলের পক্ষে কোহলি করেন ১৫৩ রান। ওপেনার মুরালি বিজয় করেন ৪৬ রান। আর রবীচন্দ্রন অশ্বিন করেন ৩৮ রান। এছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেসার মরনি মরকেল পাঁচটি উইকেট নেন। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়