শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলো বিঘ্নিত দিনশেষে ১১৮ রানে পিছিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের তৃতীয় দিনের খেলায় আলো স্বল্পতার কারণে তৃতীয় সেশন মাঠেই গড়াইনি। তবুও দিনশেষে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকাই। সোমবার ম্যাচের তৃতীয় দিনশেষে ১১৮ রানের লিডে রয়েছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে আটটি উইকেট।

ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৯০ রান করে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম ১ রান করে আউট হন। ওয়ানডাউনে নেমে হাশিম আমলাও ১ রান করে ফিরে যান। দিন শেষে ডেন এলগার ৩৬ রান করে ও এবি ডি ভিলিয়ার্স ৫০ রান করে অপরাজিত থাকেন।

গত শনিবার শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৩৫ রানে গুটিয়ে যায় তারা। এরপর ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩০৭ রান তুলতে সক্ষম হয়। এতে ২৮ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

কেপটাউন টেস্টে ব্যর্থ কোহলি এদিন সেঞ্চুরি তুলে নেন। দলের পক্ষে কোহলি করেন ১৫৩ রান। ওপেনার মুরালি বিজয় করেন ৪৬ রান। আর রবীচন্দ্রন অশ্বিন করেন ৩৮ রান। এছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেসার মরনি মরকেল পাঁচটি উইকেট নেন। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়